পশ্চিমবঙ্গ

west bengal

ভূপতিনগরকাণ্ডের নিন্দা শুভেন্দু-সুকান্ত-অধীরের, প্রশ্ন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে - ATTACK ON NIA

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 4:22 PM IST

Bhupatinagar Bomb Blast: ভূপতিনগরে এনআইএর উপর হামলার নিন্দায় সরব বিরোধী শিবির ৷ শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার বা অধীর রঞ্জন চৌধুরী সকলেই হামলাকে পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়েও ৷

Etv Bharat
এনআইএর উপর হামলার নিন্দায় সরব বিরোধীরা

এনআইএর উপর হামলার নিন্দা

কলকাতা, 6 এপ্রিল: ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করল বিরোধী শিবির ৷ সোশাল মিডিয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি, পুলিশ কর্তাদের মদতেই এনআইএ-এর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ অন্যদিকে, ঘটনার জন্য সরসারি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা শুভেন্দু হামলার ভিডিয়ো শেয়ার করেন ৷ পোস্টে লেখেন, "পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার অন্তর্গত ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে যান এনআইএ আধিকারিকরা ৷ সেখানে তাঁদের উপর যে হামলা হয়েছে তা থেকে স্পষ্ট রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ৷ যেহেতু এখন নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে, তাই এটাই সঠিক সময় ভূপতিনগর থানার ওসি, এসডিপিও, জেলাপুলিশ সুপার ও রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ৷"

তিনি আরও বলেন, "সন্দেশখালি ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচণাতেই এনআইএ আধিকারিকদের উপর ফের হামলা হয়েছে ৷ কিছুদিন আগেই কোচবিহারের মাথাভাঙার একটি রাজনৈতিক সভা থেকে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ বারবার সমন পাঠালেও তৃণমূল নেতা বলাই মাইতি হাজিরা না দেওয়ায় তাঁকে গ্রেফতার করতে যান গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ তৃণমূল নেতারা সবসময় পরিকল্পনা করছেন কীভাবে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উপর হামলা চালানো যায় ৷"

ঘটনার নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তিনি বলেন, "ভূপতিনগরে এনআইএ-এর উপর হামলা, সন্দেশখালিতে ইডির উপর হামলা প্রমাণ করছে কলকাতা থেকে পরিকল্পনা করে এই হামলা করানো হয়েছে ৷ এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও পরিকল্পনা রয়েছে ৷ এই হামলা ভারতের সার্বভৌমত্বের উপরে হামলা ৷"

অন্যদিকে, বহরমপুরে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ,"বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এটাই তার নিদর্শন। বাংলায় বিরোধী দলগুলিতে শাসকের হামলার মোকাবিলা করে চলতে হয় জানি। কিন্তু ইডি, সিবিআই, এনআইএর উপর হামলা মেনে নেওয়া যায় না। তাদের গায়ে হাত দেওয়াকে সমর্থন করি না। রাজ্য পুলিশ আমাদের উপর মিথ্যা মামলা দিচ্ছে। আমরা যদি পুলিশের উপর হামলা করতে শুরু করি পুলিশ, আমাদের ছেড়ে কথা বলবে না। তদন্ত পছন্দ না হলে কোর্টে যেতে পারে। তবে এনআইএর তদন্ত সঠিক না বেঠিক আমি বলতে পারব না। তবে তৃণমূল চাইছে আর যেন শাজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা সামনে না আসে।" ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন ৷ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার হচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন

1. 'গুন্ডাগিরি বরদাস্ত হবে না', ভূপতিনগর কাণ্ডে মন্তব্য উদ্বিগ্ন রাজ্যপালের

2.ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক

3.ভূপতিনগর নিয়ে রিপোর্ট তলব কমিশনের, বিশেষ বৈঠকে পুলিশ পর্যবেক্ষক

ABOUT THE AUTHOR

...view details