পশ্চিমবঙ্গ

west bengal

মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 5:20 PM IST

Updated : Jan 22, 2024, 7:48 PM IST

Mamata Banerjee: সোমবার দুপুরে কলকাতার হাজরা মোড় থেকে সংহতি যাত্রায় হাঁটেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পার্ক সার্কাসে এই মিছিল শেষ হয় ৷ মিছিল চলাকালীন বিভিন্ন ধর্মস্থানে গিয়ে প্রার্থনাও করেন মমতা ৷

Mamata Banerjee
Mamata Banerjee

কলকাতা, 22 জানুয়ারি: হাজরা থেকে পার্ক সার্কাস ৷ সর্বধর্মের প্রতিনিধিকে নিয়ে মিছিলে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গেই এই সংহতি যাত্রায় পা মেলালেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ও এই যাত্রার মাঝে কখনও মন্দিরে গেলেন, কখনও হাজির হলেন গুরুদোয়ারা, চার্চে ৷ আবার মসজিদে গিয়েও চাদর চড়ালেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা

সোমবার দুপুর 3টে নাগাদ কলকাতার হাজরা মোড় থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে তিনি যান কালীঘাট মন্দিরে ৷ সেখানে মিষ্টি ও লাল শাড়ি দিয়ে মা কালীকে পুজো দেন তিনি ৷ আরতিও করেন ৷ তার পর হাজরা মোড়ে এসে সংহতি যাত্রায় হাঁটতে শুরু করে ৷ তাঁর মিছিল হাজরা মোড় থেকে প্রথমে এগোয় বালিগঞ্জ ফাঁড়ির দিকে ৷ সেই পথে যেতেই জনসংযোগ সারেন মমতা ৷ মাঝে মিছিল ছেড়ে স্কুটিতে চেপে চলে যান গুরুদোয়ারায় ৷ সেখানে কিছুক্ষণ প্রার্থনা সেরে আবার যোগ দেন মিছিলে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা

বালিগঞ্জ ফাঁড়ি থেকে তাঁর মিছিল চলে যায় পার্ক সার্কাসের দিকে ৷ সেই পথে যাওয়ার সময় প্রথমে একটি চার্চে যান মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানে কিছুক্ষণ তিনি প্রার্থনা করেন ৷ তার পর সেখান থেকে পার্ক সার্কাসের একটি মসজিদেও যান তিনি ৷ সেখানে চাদর চড়ান তিনি ৷ এর পর পার্ক সার্কাসের সভাস্থলে তিনি যান ৷ সেখানে ভাষণ দেন৷ সেখান থেকে বিজেপিকে নিশানা করেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা

এ দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেই মিছিলে হেঁটেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ৷ সেই তালিকায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, সুজিত বোস-সহ অনেকেই ছিলেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা

(পিটিআই ইনপুট সহ)

আরও পড়ুন:

  1. রামভক্তদের সম্মান করি, রাজনীতি করা ব্যক্তিদের নই; শুভেন্দুকে নিশানা ফিরহাদের
  2. তবে কি রাজ্যে ইন্ডিয়া জোটে জলাঞ্জলি! দলকে 42 আসনেই প্রস্তুত থাকতে বললেন মমতা
  3. হাজরা থেকে পার্ক সার্কাস মমতার সংহতি যাত্রা, কড়া নিরাপত্তার ব্যবস্থা লালবাজারের
Last Updated : Jan 22, 2024, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details