পশ্চিমবঙ্গ

west bengal

যেমন কথা তেমন কাজ! 21 লক্ষ শ্রমিককে একশো দিনের বকেয়া দেওয়ার প্রস্ততি শুরু

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 10:49 PM IST

Updated : Feb 5, 2024, 11:04 PM IST

MGNREGA: ধরনা থেকে 100 দিনের শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা ঘোষণার করেন মমতা। এবার প্রশাসনিক স্তরে সেই নির্দেশ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যসচিব ৷

21 লক্ষ শ্রমিককে একশো দিনের বকেয়া দেওয়ার কাজ শুরু
MGNREGA 100 Days Work

কলকাতা, 5 ফেব্রুয়ারি: শনিবার রেডরোড থেকেই 21 লক্ষ মনেরেগা শ্রমিককে তাঁদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ভাষা দিবসে 21 লক্ষ মনরেগা শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে এই টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এদিন রাজ্য সরকারের তরফ থেকে এই 100 দিনের কর্মীদের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হল ৷

যদিও ইতিমধ্যেই শাসকদলের তরফ থেকে জেলাভিত্তিক একটা তালিকা তৈরি করা হয়েছিল। যেহেতু এই টাকা রাজ্য সরকার মেটাবে বলে ঘোষণা করা হয়েছে তাই প্রশাসনিক স্তরে জেলাশাসকের মাধ্যমে এই তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হল। আজ, সোমবার নবান্নে জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। এই বৈঠকে রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দফতরের এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর)-র ভিত্তিতে তাঁদের নিজ নিজ জেলায় বকেয়া যাচাই করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কেন্দ্রের মনরেগা বকেয়া তাঁর সরকার পরিশোধ করবে। তিনি বলেন, "রাজ্য সরকার 21 লক্ষ মনরেগা শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে। এঁদের মজুরি গত 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। 21 ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা স্থানান্তর করা হবে।" একইসঙ্গে তিনি আবাস যোজনার বকেয়া অর্থ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

তিনি আরও বলেছিলেন, "কেন্দ্রীয় সরকার ভাবছে যে তারা বাংলাকে ভাতে মারবে। আমরা তাতে সফল হতে দেব না। আমার উপর আস্থা রাখুন। আমি ধীরে ধীরে সেই তহবিলগুলোকে ধাপে ধাপে পরিশোধ করার চেষ্টা করব।" রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুসারে, আবাস যোজনার খাতে এই মুহূর্তে কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে 9 হাজার 330 কোটি টাকা ৷ একইভাবে মনরেগা খাতে বকেয়া রয়েছে 6 হাজার 900 কোটি টাকা।

আরও পড়ুন:

  1. দিল্লি যাচ্ছেন না মমতা, 'এক দেশ, এক নির্বাচনের' বৈঠকে থাকবেন কল্যাণ-সুদীপ
  2. 21 ফেব্রুয়ারি 21 লক্ষ একশো দিনের কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, বড় ঘোষণা মমতার
  3. 'আমি অলআউট খেলব', রেড রোড থেকে ফের জোটকে বার্তা মমতার
Last Updated :Feb 5, 2024, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details