ETV Bharat / state

21 ফেব্রুয়ারি 21 লক্ষ একশো দিনের কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, বড় ঘোষণা মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 4:17 PM IST

Updated : Feb 3, 2024, 4:43 PM IST

Mamata Banerjee announced about Manrega: 21 ফেব্রুয়ারির মধ্য়ে রাজ্যের 100 দিনের কর্মীদের সব বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার ৷ শনিবার রেড রোডের ধরনা মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Etv Bharat
Etv Bharat

বড় ঘোষণা মমতার

কলকাতা, 3 ফেব্রুয়ারি: 21 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের 100 দিনের কর্মীদের সব বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার ৷ শনিবার রেড রোডের ধরনা মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, "100 দিনের কর্মীদের টাকা কেন্দ্র আটকে রেখেছে। সেই 21 লক্ষ কর্মীদের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে ৷ তাঁদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা সরাসরি পৌঁছে যাবে ৷" মমতা জানিয়েছেন, 21 লাখ 75 হাজার 478 জন জব কার্ড হোল্ডারের কাছে টাকা পৌঁছে যাবে।

100 দিনের বকেয়া নিয়ে এর আগে দফায় দফায় আন্দোলনের পথে হেঁটেছে তৃণমূল ৷ রাজ্য থেকে 100 দিনের কর্মীদের নিয়ে দিল্লিতে গিয়ে ধরনা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাতেও কাজ হয়নি ৷ শেষে রাজভবনের সামনেও ধরনা দিয়েছেন অভিষেক ৷ শেষ পর্যন্ত কেন্দ্রকে কার্যত টাইমলাইন বেঁধে দিয়েছিলেন খোদ মমতা ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্র 100 দিনের বকেয়া না মেটালে তিনি ধরনায় বসবেন ৷ সেই মতো শুক্রবার থেকে রেড রোডে ধরনাতেও বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর মাঝেই অবশ্য বদলেছে রাজনৈতিক সমীকরণ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা মেটানোর তদ্বির করেছিলেন খোদ রাজ্যপাল আনন্দ বোস ৷ যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনাও শুরু হয় বিস্তর ৷ ভোটের আগে কিছু টাকা কেন্দ্র পাঠানোর আশ্বাস দিতেই পালটা এবার চাল দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বার দেখা করে এসেছি ৷ তারপরও রাজ্যের বকেয়া টাকা দেয়নি ৷ রাজ্যের 62টা সামাজিক স্কিম চালায় ৷ কেন্দ্রীয় সরকার রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছে ৷ আগেও এখানে অবস্থানে বসে ছিলাম, তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দেয়নি ৷ কেন্দ্রীয় সরকার দু'বছর ধরে 100 দিনের কাজের টাকা দেয়নি ৷ তার মধ্যেও আমরা 42 দিনের কাজ দিয়েছি ৷ 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে 21 ফেব্রুয়ারির মধ্যে ব্যাংক অ্য়াকাউন্টে টাকা পাঠাব ৷ আমরা ভিক্ষা চাই না আমরা জয় করতে চাই।"

একই সঙ্গে, কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন, "আমরা কথা দিয়ে কথা রাখি ৷ যারা 100 দিনের কাজ করেছে সকলেই টাকা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে ৷ যারা আবাস যোজনার ঘর পাননি তাদের জন্যও নির্দিষ্ট সময়ের ঘোষণা করা হবে ৷ বাংলায় মানুষকে সাহায্য আমরা করব ৷ অন্য রাজ্যকেও পথ দেখাব আমরা ৷ গরিব মানুষ বাংলায় এনআরসি করতে দেবে না ৷"

আরও পড়ুন

দিল্লির বঙ্গভবন 'পরিষ্কার-পরিপাটি' নয়! না-থাকার কারণ দর্শালেন রাজ্যপাল

কেন্দ্রীয় বঞ্চনা-এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির পথে বামফ্রন্ট

'রাজ্যপালের উচিত ক্যাগ রিপোর্টের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া', মন্তব্য শুভেন্দুর

Last Updated :Feb 3, 2024, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.