পশ্চিমবঙ্গ

west bengal

নিজেকে একশোয় 90 দিলেও অনেকের চোখেই শূন্য সৌগত, কী বলছে রিপোর্ট কার্ড - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 10:10 PM IST

Updated : Mar 27, 2024, 12:53 PM IST

Dum Dum MP Saugata Roy's Report Card: নিজেকে একশোয় আশি থেকে নব্বই দিয়েছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ৷ তবে স্থানীয় ভোটারদের অনেকের চোখেই তিনি শূন্য ৷ দেখে নিন তাঁর কাজের খতিয়ান ৷

Etv Bharat
Etv Bharat

নিজেকে একশোয় 90 দিলেও অনেকের চোখেই শূন্য সৌগত

কলকাতা, 26 মার্চ:আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে । তার আগেই তৃণমূলের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দমদম লোকসভা কেন্দ্রের জন্য আবারও তাঁরা ভরসা করছেন অধ্যাপক সৌগত রায়ের উপর । দীর্ঘ 15 বছর ধরে দমদম লোকসভার দায়িত্ব সামলে চলেছেন তিনি । এ বছর ফের তিনি প্রার্থী । দীর্ঘ সাংসদ জীবনে কতটা সফল সৌগত রায় ? তারই হিসেব নিকেশ খতিয়ে দেখা যায় ৷

দীর্ঘ 15 বছর ধরে কী কী করেছেন দমদমের সাংসদ ? তাঁর খতিয়ান দিলেন তিনি নিজেই । করোনার জন্য প্রথম দু'বছর টাকা পাওয়া যায়নি ৷ সেই কারণে এমপি তহবিলের 25 কোটি টাকার বদলে 17 কোটি টাকা বরাদ্দ হয়েছিল সৌগত রায়ের নামে ৷ এমপি ল্যাডের হিসেব বলছে, দমদম কেন্দ্রে এই 17 কোটির মধ্যে থেকে 9.50 কোটি টাকা এসেছে সৌগত রায়ের হাতে ৷ তবে সেই টাকা থেকেও 2.42 কোটি টাকা খরচ হয়নি ৷ যদিও বিদায়ী সাংসদের দাবি, পুরো টাকাই তিনি এলাকার উন্নয়নে খরচ করেছেন ৷ সেই টাকা কোন কোন খাতে বরাদ্দ করেছেন, এ প্রশ্নের জবাবে সাংসদ বলেন,

* স্কুল, কলেজ ও হাসপাতালগুলিতে টাকা দেওয়া হয়েছে ।
* বিভিন্ন পৌর এলাকার জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নের জন্য অর্থ দেওয়া হয়েছে ।
* সংসদে 195টি বক্তৃতায় অংশ নেন এবং 350টি প্রশ্ন তুলেছেন । সংসদে উপস্থিত থেকেছেন 82 শতাংশ দিন ।

এর মাঝেও বেশকিছু কাজ তাঁর বাকি রয়ে গিয়েছে বলে জানালেন দমদমের তৃণমূল প্রার্থী । এই বার তিনি জিতলে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে যোগ করবেন বলে জানান সৌগত রায় । তাঁর সঙ্গে দমদম স্টেশনের অন্তর্গত যে ওভারব্রিজ রয়েছে তাও সারাই করা হবে । ওই বিষয়ে তিনি বলেন, "রেলের সঙ্গে আমি কথা বলেছি । কিছু কাজ হয়েছে, বাকিটা করব । সাংসদ তহবিলে যে অর্থ আসে, সেখান থেকেই ছোট ছোট কাজগুলো করব ।" সাংসদ হিসেবে নিজেকে 100 তে 80 থেকে 90 নম্বর দিচ্ছেন এই অধ্যাপক নেতা ৷

সাংসদ নিজেকে প্রায় 90 নম্বর দিলেও তাঁর কেন্দ্রের ভোটারদের অনেকের কাছেই তিনি শূন্য । দমদম লোকসভা কেন্দ্রের বাসিন্দা প্রিয়াঙ্কা পাল বলেন, "আমাদের কাছে উনি বড় শূন্য । এখানে সব থেকে বড় সমস্যা বাগজোলা খাল । তার কোনও সমাধান হয়নি ৷ আর এই কিছুদিন আগে ভোটের জন্য ব্রিজটা সারাই করলেন ।"

মহারাজ সরকার নামে আর এক ভোটারের কথায়, "সৌগত রায় নামটা আমাদের এখানে কলুষিত নাম । উনি নাকি উন্নয়নের কাণ্ডারী । কী উন্নয়ন করেছেন ? আমাদের চোখে পড়েনি ৷" আরেক ভোটার গৌরাঙ্গ পালের কথায়, "এই খালে বর্ষায় কোমর পর্যন্ত জল হয়ে যায় । সোজা রাস্তা ঘুরে আসতে হয় মানুষকে । হাসপাতাল বলতে গেলে সেই আরজিকর । কাছে-পিঠে সরকারি হাসপাতালও নেই ।"

আরও পড়ুন:

  1. শুধু এই 4 উপায়ে ভোটের কাজ থেকে অব্যাহতি পেতে পারেন সরকারি কর্মীরা
  2. বিরোধীদের অভিযোগের মাঝে মতুয়া গড়ে পুরো তহবিল খরচের দাবি শান্তনুর
  3. সব টাকা খরচ করলেও দেবশ্রীকে নিয়ে রায়গঞ্জে 'ক্ষোভের পাহাড়', দেখুন রিপোর্ট কার্ড
Last Updated :Mar 27, 2024, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details