পশ্চিমবঙ্গ

west bengal

বারাসতে অস্ত্র হাতে মিছিল, রামনবমীতে বাংলায় 'রাম রাজ‍্য' গড়ার ডাক স্বপন মজুমদারের - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 11:05 PM IST

Ram Navami Rally: বুধবার বিনা বাধায় অস্ত্র হাতে নিয়ে ডিজে বাজিয়ে উদ‍্যম নাচের তালে জাতীয় সড়ক ধরে এগিয়ে যায় রাম নবমীর শোভাযাত্রা। রাম নবমীর শোভাযাত্রায় সমান তালে পাল্লা দিলেন বিজেপি প্রার্থী তথা বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারও । তাঁর হাতেও এদিন দেখা গিয়েছে গদা, ত্রিশূলের মতো অস্ত্র । যদিও একে অস্ত্র বলতে নারাজ বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ।

Swapan Majumder
বারাসতে অস্ত্র হাতে মিছিল, রামনবমীতে বাংলায় 'রাম রাজ‍্য' গড়ার ডাক স্বপন মজুমদারের

রামনবমীতে বাংলায় 'রাম রাজ‍্য' গড়ার ডাক স্বপন মজুমদারের

বারাসত, 17 এপ্রিল: হাইকোর্টের নির্দেশের পরও বারাসতে রাম নবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে দাপাদাপি হিন্দু জাগরণ মঞ্চের । কেউ দা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন । আবার কেউ তলোয়ার হাতেই সামিল হলেন রাম নবমীর শোভাযাত্রায় । অভিযোগ, সবকিছুই ঘটে পুলিশের সামনে ।কিন্তু তারপরও সেই অস্ত্র বাজেয়াপ্ত কিংবা উদ্ধার করার পুলিশের কোনও তৎপরতা চোখে পড়েনি । যার ফলে বুধবার বিনা বাধায় অস্ত্র হাতে নিয়ে ডিজে বাজিয়ে উদ‍্যম নাচের তালে জাতীয় সড়ক ধরে এগিয়ে যায় রাম নবমীর শোভাযাত্রা।

রাম নবমীর শোভাযাত্রায় সমান তালে পাল্লা দিলেন বিজেপি প্রার্থী তথা বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারও। তাঁর হাতেও এদিন দেখা গিয়েছে গদা, ত্রিশূলের মতো অস্ত্র। যদিও একে অস্ত্র বলতে নারাজ বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি একে হনুমানের শস্ত্র বলে ব্যাখ্যা করেছেন।

এই বিষয়ে স্বপন বলেন, "রাম সনাতনী এবং হিন্দু ধর্মের আরোধ‍্য দেবতা। তিনি সবসময় চেয়েছেন তাঁর রাজ‍্যে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। তাই, রাম নবমীতে পথে নেমে আমরা শান্তির বার্তা দিতে চেয়েছি। বাংলায় যে অরাজকতা চলছে, তার অবসান ঘটিয়ে রাম রাজ‍্য গড়াই হবে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টিই ।"

এদিকে, রাম নবমীতে মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা দেখে আপ্লুত বিজেপির বিধায়ক প্রার্থী স্বপন মজুমদার নিজের জয়ের বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী।তাঁর মতে, "জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। যেদিন বারাসত কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে সেদিন থেকেই তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ভয় পেয়েছেন। তাই, আবোল তাবোল বকতে শুরু করেছেন। ওনাকে বলব, 15 বছর অনেক সেবা করেছেন। আর মানুষের সেবা করার দরকার নেই। বাড়িতে বিশ্রাম নিন।" যদিও, এর পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার কোনও মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন:

  1. হিন্দুরা হিংসা ছড়ায় না, রামনবমীর মিছিল মমতাকে আক্রমণ সুকান্তর
  2. লাঠি ঘুরিয়েই রামনবমীর শোভাযাত্রায় চেনা ছন্দে দিলীপ ঘোষ
  3. রাম সবার ! শিলিগুড়িতে একই মিছিলে হেঁটে সৌজন্যের নজির তৃণমূল-বিজেপির

ABOUT THE AUTHOR

...view details