বালুরঘাট, 17 এপ্রিল: আজ রামনবমীকে বিজেপি হিংসা ছড়াতে পারে ৷ এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রামনবমীর মিছিল থেকে মমতার সেই দাবির পালটা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার । তিনি বুধবার বলেন, "মুখ্যমন্ত্রী ওঁরা বলতে বোধহয় হিন্দুদের বুঝিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীকে কিন্তু বুঝতে হবে হিন্দুরা কখনই সাম্প্রদায়িক হিংসায় মদত দেয় না । আমাদের কাছে এরকম কোনও খবর নেই যে হিন্দুদের মিছিল থেকে কখনও কোনও অন্যধর্মের প্রতিষ্ঠানের উপর আঘাত করা হয়েছে ।"
প্রায় 500 বছর পর অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চলতি বছরের শুরু থেকেই রামলালার আবেগ ও উচ্ছ্বাসে ভাসছিল দেশ । রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী আজ ৷ তার উপর বুধবারই বালুরঘাটে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথাযথ মর্যাদার সঙ্গে রামনবমী উদযাপন করবার কথা বলে গিয়েছেন । প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে মান্যতা দিয়ে বুধবার বালুরঘাটে মহাসমারহে রামনবমী পালন করলেন সুকান্ত মজুমদার ।
বালুরঘাটের বিজেপি মহলে আজ রামনবমীকে ঘিরে আলাদা উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গিয়েছে । এদিন সকালে সুকান্তের নেতৃত্বে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড়ে একত্রিত হয়ে মিছিল শুরু করে । রামনবমীর সেই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচলতি মানুষের উদ্দেশ্যে ফুলের পাপড়ি ছোড়েন সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতা-নেত্রীরা । আগামী 26 এপ্রিল বালুরঘাটে দ্বিতীয় দফায় ভোট ৷ সেইদিকে লক্ষ্য রেখে রামনবমীর আবেগকে কাজে লাগাতে চেষ্টার কোন ফাঁক রাখতে নারাজ সুকান্ত-সহ বিজেপি দল ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।
এদিন সুকান্ত জানান, হিন্দু ধর্মের মানুষরা তো আজ রামনবমী পালন করছেই, এমনকী অন্য ধর্মের মানুষরাও আজ রামনবমীতে সামিল হয়েছে । তিনি বলেন," রাম সবার । সবাই রামনবমী শ্রদ্ধার সঙ্গে পালন করে ।" এবার প্রথম অযোধ্যায় রামনবমীতে রামলালার দর্শন পাওয়া যাবে, যা সবার কাছে একটু আলাদা আবেগের হাওয়া বইছে । যদিও তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা-নেত্রী কিছু মানুষের মধ্যে ভোট ব্যাংক বজায় রাখতে রামকে নিয়ে ভয় দেখায় । কিন্তু রাম সবার কাছে শ্রদ্ধার ও পূজিত ।
আরও পড়ুন: