ETV Bharat / state

লাঠি ঘুরিয়েই রামনবমীর শোভাযাত্রায় চেনা ছন্দে দিলীপ ঘোষ, রইল ভিডিয়ো - Dilip Ghosh

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 8:09 PM IST

Updated : Apr 17, 2024, 9:33 PM IST

Dilip Ghosh: রামনবমীর শোভাযাত্রায় পুরনো ছন্দে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ লাঠি খেলে বুধবার বিকেলে রামনবমীর শোভাযাত্রা মাতিয়ে দেন তিনি ৷ এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ৷

Dilip Ghosh
Dilip Ghosh
লাঠি খেলেলন দিলীপ

দুর্গাপুর, 17 এপ্রিল: প্রাতঃভ্রমণে বেরিয়েই সাংবাদিকদের বলেছিলেন ‘দিলীপ ঘোষ একই ছন্দে থাকে’ । বুধবার সকাল থেকে লাঠি হাতে বা অস্ত্র হাতে দিলীপকে দেখা যায়নি । বিজেপির অনেকেই ফিসফিস করে বলছিলেন আসলে বিতর্ক বাড়তে পারে, তাই হয়তো দাদা এবার আর লাঠি কিম্বা অস্ত্র হাতে নেবেন না । অনেকের মনে আবার প্রশ্ন জেগেছিল, দিলীপ ঘোষকে হয়তো এবার আর পুরনো ছন্দে অস্ত্র হাতে আর লাঠি হাতে আর দেখা যাবে না ।

কিন্তু দিলীপ আছেন দিলীপেই । বুধবার বিকেল হতেই কাঁকসার পানাগড়ে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিয়ে পুরনো ছন্দে লাঠি খেলে রামনবমীর শোভাযাত্রা মাতিয়ে দিলেন তিনি । দিলীপ ঘোষের লাঠিখেলা দেখেতেই উপচে পড়ল ভিড় । আর দিলীপ ঘোষ বেপরোয়া গতিতে লাঠি ঘোরালেন ।

যা দেখে উপস্থিত জনতার মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হল গোটা এলাকা । দিলীপ ঘোষের লাঠি ঘোরানোতে মুহূর্তের মধ্যেই বদলে গেল পরিস্থিতি । অন্যদিকে দিলীপ ঘোষের লাঠি খেলার প্রসঙ্গে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের বলেন, ‘‘দিদির 75টা প্রকল্পের কাজ চলছে আর তাতে কেন্দ্র টাকা দিচ্ছে কি না, সেসব নিয়ে বলুন । ওসব আলতু ফালতু কথা বলবেন না । মেদিনীপুর যাঁকে প্যাকিং করে এখানে পাঠিয়ে দিয়েছে, আবার এখানকার যিনি তাঁকে আসানসোলে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়েছে । আমরা কি প্যাকিং সামলাবো নাকি ?’’

উল্লেখ্য, বর্ধমান-দুর্গাপুরে 2019 সালে জিতেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ তাঁকে আবার আসানসোলে প্রার্থী করেছে বিজেপি ৷ আর বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী করা হয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে ৷ তিনি 2019 সালে মেদিনীপুর আসন থেকে জিতে লোকসভার সাংসদ হয়েছিলেন ৷ সেই প্রসঙ্গ টেনেই বিজেপিকে কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন:

  1. আইনশৃঙ্খলা রক্ষা করতে না পেরে রামনবমীর শোভাযাত্রায় বাধা দিচ্ছে মমতার সরকার, অভিযোগ দিলীপ ঘোষের
  2. শুধু মর্নিং ওয়াকই করেছেন ? দিলীপের দাবি খরচ হয়েছে সব টাকা ! কী বলছে রিপোর্ট কার্ড
  3. দেশের পর এবার এরাজ্যেও হিংসা বন্ধ করবে বিজেপি, রামনবমীর অনুষ্ঠানে বললেন দিলীপ

লাঠি খেলেলন দিলীপ

দুর্গাপুর, 17 এপ্রিল: প্রাতঃভ্রমণে বেরিয়েই সাংবাদিকদের বলেছিলেন ‘দিলীপ ঘোষ একই ছন্দে থাকে’ । বুধবার সকাল থেকে লাঠি হাতে বা অস্ত্র হাতে দিলীপকে দেখা যায়নি । বিজেপির অনেকেই ফিসফিস করে বলছিলেন আসলে বিতর্ক বাড়তে পারে, তাই হয়তো দাদা এবার আর লাঠি কিম্বা অস্ত্র হাতে নেবেন না । অনেকের মনে আবার প্রশ্ন জেগেছিল, দিলীপ ঘোষকে হয়তো এবার আর পুরনো ছন্দে অস্ত্র হাতে আর লাঠি হাতে আর দেখা যাবে না ।

কিন্তু দিলীপ আছেন দিলীপেই । বুধবার বিকেল হতেই কাঁকসার পানাগড়ে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিয়ে পুরনো ছন্দে লাঠি খেলে রামনবমীর শোভাযাত্রা মাতিয়ে দিলেন তিনি । দিলীপ ঘোষের লাঠিখেলা দেখেতেই উপচে পড়ল ভিড় । আর দিলীপ ঘোষ বেপরোয়া গতিতে লাঠি ঘোরালেন ।

যা দেখে উপস্থিত জনতার মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হল গোটা এলাকা । দিলীপ ঘোষের লাঠি ঘোরানোতে মুহূর্তের মধ্যেই বদলে গেল পরিস্থিতি । অন্যদিকে দিলীপ ঘোষের লাঠি খেলার প্রসঙ্গে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের বলেন, ‘‘দিদির 75টা প্রকল্পের কাজ চলছে আর তাতে কেন্দ্র টাকা দিচ্ছে কি না, সেসব নিয়ে বলুন । ওসব আলতু ফালতু কথা বলবেন না । মেদিনীপুর যাঁকে প্যাকিং করে এখানে পাঠিয়ে দিয়েছে, আবার এখানকার যিনি তাঁকে আসানসোলে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়েছে । আমরা কি প্যাকিং সামলাবো নাকি ?’’

উল্লেখ্য, বর্ধমান-দুর্গাপুরে 2019 সালে জিতেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ তাঁকে আবার আসানসোলে প্রার্থী করেছে বিজেপি ৷ আর বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী করা হয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে ৷ তিনি 2019 সালে মেদিনীপুর আসন থেকে জিতে লোকসভার সাংসদ হয়েছিলেন ৷ সেই প্রসঙ্গ টেনেই বিজেপিকে কটাক্ষ করেছেন ৷

আরও পড়ুন:

  1. আইনশৃঙ্খলা রক্ষা করতে না পেরে রামনবমীর শোভাযাত্রায় বাধা দিচ্ছে মমতার সরকার, অভিযোগ দিলীপ ঘোষের
  2. শুধু মর্নিং ওয়াকই করেছেন ? দিলীপের দাবি খরচ হয়েছে সব টাকা ! কী বলছে রিপোর্ট কার্ড
  3. দেশের পর এবার এরাজ্যেও হিংসা বন্ধ করবে বিজেপি, রামনবমীর অনুষ্ঠানে বললেন দিলীপ
Last Updated : Apr 17, 2024, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.