পশ্চিমবঙ্গ

west bengal

আরামবাগের তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর ! অভিযোগ অস্বীকার বিজেপির - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 6:21 PM IST

TMC Candidate Car Vandalised: আরামবাগের তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অনুগামীদের বিরুদ্ধে ৷ কাঁদতে কাঁদতে দোষীদের শাস্তির দাবি জানালেন মিতালী বাগ ৷ যদিও অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির ৷

Mitali Bag Car Vandalised
তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর (নিজস্ব ছবি)

আরামবাগের তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ (নিজস্ব ছবি)

খানাকুল, 5 মে:খানাকুলে প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ৷ কাঠগড়ায় স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অনুগামীরা । যদিও অস্বীকার করেছে বিজেপি । গেরুয়া শিবিরের পালটা দাবি, গাড়ি ভাঙচুর আসলে শাসকদলের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ৷ এই ঘটনা নিয়ে বিজেপির প্রতি ক্ষোভ উগরে দেন আরামবাগের তৃণমূলের প্রার্থী মিতালী বাগ ৷ তিনি কাঁদতে কাঁদতে বলেন, "ধিক ধিক ধিক্কার বিজেপি ! সুশান্ত ঘোষ এসব করছেন । রাতের অন্ধকারে মারধর করছেন। সকালে গাড়ি ভাঙচুর করছে। কেন উনি বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ তাঁর গ্রেফতারের দাবি জানাচ্ছি ।"

তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, "আমাদের প্রার্থী মিতালী বাগ গাড়ি রেখে বাড়ি বাড়ি প্রচার করছিল । সেই সময় বিজেপির দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করে । আমরা প্রশাসনকে জানিয়েছি ৷ প্রসাশন যথাযথ ব্যবস্থা নেবে ।" আরামবাগের বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের দাবি, "আবাস যোজনার ঘর থেকে শুরু করে কোনও প্রকল্প থেকেই কিছু পায়নি সাধারণ মানুষ। এটা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই । কিছু সিপিএমের লোক এলাকাবাসীদের এই কাজে মদত দিচ্ছে ।"

জানা গিয়েছে, রবিবার খানাকুলের চিংরা পঞ্চায়েত এলাকায় প্রচারে এসেছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। চিংরা থেকে পলাশপাই যাওয়ার পথে মোস্তফাপুর এলাকায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ তৃণমূলের । শাসকদলের দাবি, গাড়ি থেকে নেমে প্রার্থী যখন বাড়ি বাড়ি প্রচার শুরু করেন সেই সময় বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুর করে । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনাস্থলে আসে খানাকুল থানার পুলিশ ।

যদিও এই ঘটনা নিয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এ দিনের এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে খানাকুল থানার পুলিশ। নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন খানাকুলে একাধিকবার বিভিন্ন দলের প্রার্থীকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে । প্রচারে বাঁধার ঘটনা সামনে আসছে। তারপরেও খানাকুল থানার পুলিশের সেভাবে সক্রিয় ভূমিকা দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি । এ দিনের এই ঘটনার পর এলাকাবাসীরা ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ।

আরও পড়ুন:

  1. ভাঙচুর জগন্নাথ সরকারের গাড়ি, ভোটের আগে উত্তেজনা শান্তিপুরে
  2. বিজেপি কর্মীদের উপর হামলা নবদ্বীপে, কাঠগড়ায় তৃণমূল
  3. তমলুকে শুভেন্দুর মিছিল থেকে চাকরিহারাদের উপর হামলার অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details