পশ্চিমবঙ্গ

west bengal

কাশ্মীরের কেসরের দোকানে সপরিবার সচিন, চেখে দেখলেন 'কেহওয়া'

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 4:45 PM IST

Sachin Tendulkar In Kashmir: পুলওয়ামায় বিখ্যাত কাশ্মীরি জাফরান বা কেসরের দোকানে সপরিবার কেনাকাটা করলেন সচিন তেন্ডুলকর ৷ সেখানে তিনি চেখে দেখলেন 'কেহওয়া'৷

ETV BHARAT
ETV BHARAT

পুলওয়ামা, 19 ফেব্রুয়ারি: ভূস্বর্গের আমেজ নিচ্ছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে ব্যক্তিগত সফরে জম্মু ও কাশ্মীরে গিয়েছেন তিনি ৷ সোমবার তাঁরা ঘুরে দেখলেন জম্মু-শ্রীনগর হাইওয়ে সংলগ্ন দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার লেথপোরা এলাকার বিখ্যাত কেসর মার্কেট ৷ সূত্র জানিয়েছে, পহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার পথে গাড়ি থামিয়ে তাঁরা ঢুঁ মারেন জাফরানের দোকানে ৷

সেখানকার একটি জাফরানের দোকান 'কিষান কেসর'-এ স্ত্রী-কন্যাকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান সচিন ৷ তাঁরা পান করেন কাশ্মীরি 'কেহওয়া'। ভারতীয় ক্রিকেটের ভগবানকে কাছে পেয়ে তাঁকে নিয়ে আবেগে ভাসেন জাফরান দোকানের মালিক ৷ তিনি স্বাগত জানান সপরিবার সচিনকে ৷ বিশ্ববিখ্যাত কাশ্মীরি জাফরান বা কেসরের বিষয়ে বিস্তারিত জানানো হয় তাঁকে ৷ সেখানে কিছু কেনাকাটাও করেন সচিন । কিংবদন্তি ক্রিকেটারকে সামনে পেয়ে তাঁর সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে ৷

সচিনের জাফরানের দোকানে যাওয়ার একটি ভিডিয়োও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় । ভিডিয়োতে সচিনকে ভারী বৃষ্টির মধ্যে অঞ্জলি ও সারাকে সঙ্গে নিয়ে কেসরের দোকানে ঢুকতে দেখা যাচ্ছে । তাঁদের চারপাশে ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপ ৷ দারুণ এই অভিজ্ঞতা সংবাদমাধ্যমে শেয়ার করে 'কিষান কেসর'-এর মালিক জাভিদ আহমেদ বলেন যে, সচিন আসায় শুধু তাঁর ব্যবসাই নয়, ফুলে ফেঁপে উঠবে স্থানীয় জাফরান শিল্পও ৷

প্রাক্তন ভারত অধিনায়ক শনিবার, 17 ফেব্রুয়ারি উপত্যকায় পৌঁছন । তাঁর সফরের প্রথম দিনে সচিন কাশ্মীর উইলো ব্যাট তৈরি দেখতে সরাসরি পৌঁছে যান চেরসু অবন্তিপোরার একটি ব্যাট তৈরির কারখানায় । শনিবার ব্যাটের কারখানায় ও আজ জাফরানের দোকানে সচিনের পরিদর্শন কাশ্মীরি ব্যাট এবং জাফরান শিল্পকে আরও উত্সাহিত করবে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. রাঁচি টেস্টে বুমরাকে বিশ্রামের সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের
  2. 'যশে'র পারফরম্যান্সে মজলেন মহারাজ, তিন ধরনের ক্রিকেটে জয়সওয়ালকেই চান সৌরভ
  3. জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে রেকর্ড জয়ে সিরিজে এগল ভারত

ABOUT THE AUTHOR

...view details