ETV Bharat / sports

রাঁচি টেস্টে বুমরাকে বিশ্রামের সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 2:47 PM IST

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

Jasprit Bumrah: চলতি সিরিজে 3 ম্যাচে 81 ওভার বল করেছেন জসপ্রীত বুমরা ৷ এখনও পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি ৷ ওয়ার্কলোড কমাতে তাই পরবর্তী রাঁচি টেস্টে দলের সহ-অধিনায়ককে বিশ্রাম দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট ৷ একটি স্পোর্টস ওয়েবসাইটের খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে ৷

রাজকোট, 19 ফেব্রুয়ারি: 23 ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ৷ যে ম্যাচে এবার বিশ্রাম দেওয়া হতে পারে ভারতের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাকে ৷ এমনকী ধরমশালায় পঞ্চম টেস্টে বুমরা খেলবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রাঁচি টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে ৷ উল্লেখ্য, বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে টিম ম্যানেজমেন্ট মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়েছিল ৷ তিনি রাজকোট টেস্টে ফের দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বুমরা এখনও পর্যন্ত তিন ম্যাচে প্রায় 81 ওভার বল করেছেন ৷ এই পরিমাণ লোড নেওয়ার পর টিম ম্যানেজমেন্ট তাঁকে অন্তত এক ম্যাচের বিশ্রাম দিতে চাইছে ৷ সেক্ষেত্রে বুমরাকে দলের সঙ্গে সফর করতে হবে না ৷ স্পোর্টস ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, বুমরা আজ সকালে চার ঘণ্টার ড্রাইভে রাজকোট থেকে গাড়িতে আমেদাবাদে রওনা দিয়েছেন ৷ তৃতীয় টেস্টে চারদিনে শেষ হয়ে গেলেও, হিসেব মতো আজ ম্যাচের পঞ্চমদিন ৷ ফলে ভারতীয় দলকে আজ রাজকোটেই থাকতে হচ্ছে ৷ মঙ্গলবার সকালে রোহিত শর্মারা রাঁচির উদ্দেশ্যে রওনা দেবেন ৷

চলতি টেস্ট সিরিজে ভারতের তারকা পেসার সর্বোচ্চ উইকেট শিকারি ৷ তিন টেস্টে তিনি 17 উইকেট নিয়েছেন 80.5 ওভার বল করে ৷ তাঁর গড় 13.64 ৷ টিম ম্যানেজমেন্টের সূত্রকে উল্লেখ করে একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নীতি অনুযায়ী বুমরাকে বিশ্রাম দেওয়া হচ্ছে ৷ যেমনটা বিশাখাপত্তনমে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল ৷ তবে, এই মুহূর্তে একম্যাচের জন্য জসপ্রীত বুমরার কোনও পরিবর্ত চাওয়া হবে কি না, তা জানা যায়নি ৷

তবে, তৃতীয় টেস্টের আগে ভারতের যে 17 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল পরবর্তী তিন ম্যাচের জন্য ৷ সেই স্কোয়াড থেকে মুকেশ কুমারকে রঞ্জি ট্রফির শেষ ম্যাচ খেলার জন্য রিলিজ করেছিল টিম ম্যানেজমেন্ট ৷ বাংলার হয়ে শেষ রঞ্জি ম্যাচে তিনি দুই ইনিংসে 10 উইকেট নিয়েছেন ৷ ফলে রাঁচি টেস্টের আগে মুকেশও দলের সঙ্গে যোগ দেবেন ৷ সেক্ষেত্রে ঘরোয়া টুর্নামেন্টে 10 উইকেট নিয়ে জাতীয় দলে ঢুকে ম্যাচ খেলার সুযোগ তিনি পাবেন বলেই ধরা হচ্ছে ৷ এমনকী বাংলার আরেক পেসার আকাশ দীপ এই সিরিজে ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন ৷ তিনিও টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. জাদেজার পঞ্চবাণে 'তাসের ঘর' ইংল্যান্ড ব্যাটিং, রাজকোটে রেকর্ড জয়ে সিরিজে এগল ভারত
  2. সেহওয়াগের সঙ্গে এক সারিতে সেঞ্চুরিয়ান যশস্বী, তিনশো পার ভারতের লিড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.