পশ্চিমবঙ্গ

west bengal

জন বারলা কি তৃণমূলে যোগ দিচ্ছেন ? জল্পনা জিইয়ে রাখলেন মহুয়া গোপ

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 7:53 PM IST

Mahua Gope on John Barla TMC Joining: মনোজ টিগ্গাকে এবার বিজেপি আলিপুরদুয়ার থেকে প্রার্থী করেছে ৷ সেই নিয়ে ক্ষুব্ধ জন বারলা ৷ তৃণমূলে যোগদানের জল্পনা রাজনৈতিকমহলে ৷ স্পষ্ট কিছু না জানালেও জল্পনা অস্বীকার করলেন না তৃণমূল নেত্রী মহুয়া গোপ ৷

John Barla TMC Joining
মহুয়া গোপ

জন বারলার তৃণমূলে যোগদানের জল্পনা জিইয়ে রাখলেন মহুয়া গোপ

জলপাইগুড়ি, 7 মার্চ:আলিপুরদুয়ার থেকে লোকসভা নির্বাচনে এবারে বিজেপির টিকিট পাননি জন বারলা ৷ তাতে বেশ ক্ষুব্ধ হয়েছেন তিনি ৷ এরপরেই আলিপুরদুয়ারের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলে জল্পনা তুঙ্গে ৷ সেই জল্পনাকে জিইয়ে রাখলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ৷

তিনি বলেন, " এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় ৷ কাকে টিকিট দেবে কাকে দেবে না সেটা বিজেপি বুঝবে । তবে যাঁরা গ্রহণযোগ্য বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেস বরাবরই তাঁদেরকে কাছে টেনে নিয়েছে । কাজের সুযোগ করে দিয়েছে । যাঁরা সাধারণ মানুষের কাছে থেকে কাজ করেছে । বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে সামিল হয়েছে অনেকে । তাঁর উদাহরণ হল জলপাইগুড়ি জেলার বাম নেতা বুলুচিক বড়াইক ৷ তিনি এখন তৃণমূলের মন্ত্রী । এইরকম অনেক উদাহরণ রয়েছে । কাজ করার মানুষের গ্রহণযোগ্যতা দলে রয়েছে, দেখা যাক শীর্ষ নেতৃত্ব কী করে । তাঁরাই সিদ্ধান্ত নেবেন ৷"

যদিও তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন না বলে জানিয়ে জন বারলা এই জল্পনাকে অস্বীকার করেছেন । তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ধীরে চলো নীতি অবলম্বন করা হয়েছে । এমনটা স্পষ্ট মহুয়া গোপের মন্তব্য থেকেই ৷

জানা গিয়েছে, ইতিমধ্যেই জন বারলা তাঁর অনুগামীদের মধ্যে বৈঠক করেছেন । 'নো ভোট টু মনোজ টিগ্গা' স্লোগানও উঠেছে । বুধবার মাদারিহাটে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজের অনুষ্ঠানের যোগ দিতে গিয়ে মনোজ টিগ্গাকে সরাসরি আলিপুরদুয়ারের প্রার্থী পদ থেকে সরে দাঁড়াতে বলেন জন বারলা । তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের যাওয়ার কোন বিষয় নেই । আমি বিজেপিতেই আছি । আমি দলের বিরুদ্ধে কোন কথা বলব না । কিন্তু আমার সঙ্গে দলের কিছু নেতা ছল করেছে । তাঁর মধ্যে মনোজ টিগ্গা অন্যতম ।

বিজেপি সাংসদের অনুগামী তথা শ্রমিক সংগঠনের অন্যতম নেতা সন্তোষ হাতি বলেন, "জন বারলা বা আমাদের তৃণমূল কংগ্রেসে যাওয়ার কোন বিষয় এক্ষুনি নেই । আমাদের সেন্ট্রাল কমিটির বৈঠক হবে । জন বারলা সেন্ট্রাল কমিটির বৈঠকের পরেই আমাদের ভবিষ্যত পরিকল্পনার কথা ঘোষণা করবেন । তবে এক্ষুনি কোন কথা বলার নেই ।"

আরও পড়ুন:

  1. আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা
  2. মনোজ টিগ্গা প্রার্থী হতেই আলিপুরদুয়ারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
  3. প্রথম প্রার্থী তালিকায় নেই বর্তমান 33 সাংসদ, নতুন মুখে আস্থা রাখছে বিজেপি

ABOUT THE AUTHOR

...view details