ETV Bharat / politics

মনোজ টিগ্গা প্রার্থী হতেই আলিপুরদুয়ারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 6:58 PM IST

ETV BHARAT
ETV BHARAT

BJP Factionalism Over Manoj Tigga's Candidature: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জন বার্লাকে প্রার্থী করার দাবিতে সরব স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ ৷ মূলত, জন বার্লার অনুগামীরাই এই আওয়াজ তুলেছে ৷ তারা মনোজ টিগ্গাকে লোকসভার প্রার্থী হিসেবে মানতে নারাজ ৷ এনিয়ে জন বার্লার নেতৃত্বেই আজ বৈঠক হয় বানারহাটে ৷

জলপাইগুড়ি, 5 মার্চ: 2019 লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে বড় ব্যবধানে জিতেছিলেন বিজেপির প্রার্থী জন বার্লা ৷ নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় দফার দ্বিতীয়ভাগে মন্ত্রিত্বও পেয়েছেন ৷ কিন্তু, তারপরেও 2024 লোকসভায় টিকিট পাননি আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ ৷ এর পিছনে মূলত, একটি কারণই রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ আর তা হল, জন বার্লার পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে সাম্প্রতিক সময়ের মন্তব্য ৷ যা বঙ্গ তথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েছে ৷

কিন্তু, ভোটের টিকিট না পেয়ে এবার দলের বিরুদ্ধেই প্রতিবাদে নামলেন জন বার্লা ৷ নিজের অনুগামীদের ময়দানে নামিয়ে দিলেন, তাঁর হয়ে সরব হওয়ার জন্য ৷ তার জন্য আলিপুরদুয়ারের বানাহাটের চামুর্চি মোড়ে জন বার্লার তাঁর অনুগামীদের সঙ্গে বৈঠক করলেন আজ ৷ ঠিক তারপরেই আলিপুরদুয়ার জুড়ে জন বার্লাকে প্রার্থী করার রব তোলা শুরু হয়েছে ৷ মূলত, বিদায়ী সাংসদের অনুগামীরাই এই প্রচার চালাচ্ছেন ৷ এদিন জন বার্লা মঞ্চ ছাড়ার পরেই মনোজ টিগ্গার বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে যায় ৷

আলিপুরদুয়ার বীরপাড়া-মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ৷ এর আগেও 2004 ও 2009 সালে তিনি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন ৷ এদিকে 2019 সালে লোকসভা নির্বাচনে বিরাট জয় পেয়েছিলেন জন বার্লা ৷ নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় তাঁকে সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয় ৷ কিন্তু, জন বার্লার কাজে খুশি ছিল না, বিজেপি নেতৃত্ব ৷ জন বার্লা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তেমন কোনও কাজই করেনি বলে অভিযোগ উঠেছিল ৷ বিজেপির কর্মীরাও ক্ষোভপ্রকাশ করেছিলেন ৷

তবে জন বার্লাকে বিজেপি অন্য কাজেও লাগাতে পারে ৷ উত্তরবঙ্গের চা বলয়ে আদিবাসী নেতা জন বার্লার প্রভাব বরাবরই ছিল ৷ সিংহানিয়া চা বাগানের বাসিন্দা মনোজ টিগ্গার স্বচ্ছ ভাবমূর্তির একজন মানুষ ৷ দীর্ঘদিনের বিজেপি নেতা ও বিধায়ক হওয়ার সুবাদে আলিপুরদুয়ারে তাঁর প্রভাব বিশাল ৷ এনিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, "দল আমাকে টিকিট দিয়েছে । আমি লড়াইয়ের ময়দানে নেমেছি ৷ এর বেশি কোনও মন্তব্য করব না ৷"

আরও পড়ুন:

  1. রাজ্য বিজেপি আমায় ডাস্টবিনে রেখে দিয়েছে, ক্ষোভপ্রকাশ অনন্ত মহারাজের
  2. কালীঘাটে মঞ্চ বেঁধে জবাব দেব, মমতার কটাক্ষে হুঁশিয়ারি শুভেন্দুর
  3. তৃণমূলের অপমানজনক মন্তব্যই বিজেপিতে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.