ETV Bharat / politics

রাজ্য বিজেপি আমায় ডাস্টবিনে রেখে দিয়েছে, ক্ষোভপ্রকাশ অনন্ত মহারাজের

Rajya Sabha MP Anant Maharaj: পৃথক কোচবিহার রাজ্যের স্বপ্ন দেখিয়ে রাজ্য বিজেপি তাঁকে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে তাঁদের সাংসদ করে রাজ্যসভায় পাঠিয়েছিল ৷ কিন্তু, সেটাই সার ৷ এখন অনন্ত মহারাজের মনে হচ্ছে, তাঁকে রাজ্য বিজেপি ডাস্টবিনে ফেলে রেখে দিয়েছে ৷ এমনই দাবি করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 2:11 PM IST

ETV BHARAT
ETV BHARAT
রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের

শিলিগুড়ি, 5 মার্চ: সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছিলেন ৷ যে প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন শাহ ৷ যারপর সোমবার দিল্লি থেকে শিলিগুড়ি ফিরে নিজের ক্ষোভ আরও বেশি করে উগড়ে দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো তথা বিজেপি ভোটে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ৷ রাজ্য বিজেপি তাঁকে 'ডাস্টবিনে' ফেলে রেখেছে বলে মন্তব্য করলেন অনন্ত মহারাজ ৷

বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, "মানুষ আমাকে বলেছিল তাই বিজেপির প্রস্তাবে রাজি হয়েছি ৷ তাঁরা বলেছিল সাংসদ হতে ৷ এবার মানুষ বললে পদত্যাগ করে দেব ৷ অমিত শাহকে ফোন করেছিলাম, উত্তরবঙ্গকে ইউটি করার প্রসঙ্গে ৷ উনি জানিয়ে দিলেন হবে না ৷" এরপরেই তাঁর বিস্ফোরক মন্তব্য, "রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখেছে ৷ কেউ যোগাযোগ রাখে না ৷ কোচবিহারের মানুষের দাবি জানিয়ে আমিই আজ অপরাধী ?" তাঁর কথায় আলাদা কোচবিহার রাজ্যের দাবি তাঁর নয় ৷ সেটা সেখানকার মানুষের দাবি ৷ আর সেই দাবিপূরণের আশ্বাস দিয়েই নাকি বিজেপি অন্তত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছিল ৷

পাশাপাশি, কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক ৷ তবে, নাম না করলেও নিশীথের প্রার্থী হওয়া নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন অনন্ত মহারাজ ৷ প্রার্থী বাছাই নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি ৷ যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো ৷ সঙ্গে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, প্রয়োজনে তিনি সাংসদপদ ছেড়ে দেবেন ৷

ফলে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে বিজেপির উপর চাপ বাড়াতে অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিতেই পারেন বলে মনে করছে রাজনৈতিকমহল ৷ উল্লেখ্য, দিন দু’য়েক আগেই কার্শিয়াঙের বিজেপি বিধায়ক আলাদা রাজ্যের দাবিতে ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন দার্জিলিংয়ে ৷ তা না হলে, নিজেই দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াবেন বলে ঘোষণা করেছিলেন ৷ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত উত্তরবঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের উপর দলের জনপ্রতিনিধিরাই চাপ তৈরি করছেন ৷ যা আসন্ন নির্বাচনে বিজেপিকে অস্বস্তিতে রাখতে পারে ৷

আরও পড়ুন:

  1. অখণ্ড পশ্চিমবঙ্গেই অনড় , অনন্ত মহারাজের দাবির বিপরীতে অবস্থান বিজেপির
  2. 'লোকসভা ভোটের আগে গ্রেটার কোচবিহারের দাবি পূরণ না হলে...', কী বললেন অনন্ত মহারাজ

রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের

শিলিগুড়ি, 5 মার্চ: সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছিলেন ৷ যে প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন শাহ ৷ যারপর সোমবার দিল্লি থেকে শিলিগুড়ি ফিরে নিজের ক্ষোভ আরও বেশি করে উগড়ে দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো তথা বিজেপি ভোটে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ৷ রাজ্য বিজেপি তাঁকে 'ডাস্টবিনে' ফেলে রেখেছে বলে মন্তব্য করলেন অনন্ত মহারাজ ৷

বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, "মানুষ আমাকে বলেছিল তাই বিজেপির প্রস্তাবে রাজি হয়েছি ৷ তাঁরা বলেছিল সাংসদ হতে ৷ এবার মানুষ বললে পদত্যাগ করে দেব ৷ অমিত শাহকে ফোন করেছিলাম, উত্তরবঙ্গকে ইউটি করার প্রসঙ্গে ৷ উনি জানিয়ে দিলেন হবে না ৷" এরপরেই তাঁর বিস্ফোরক মন্তব্য, "রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখেছে ৷ কেউ যোগাযোগ রাখে না ৷ কোচবিহারের মানুষের দাবি জানিয়ে আমিই আজ অপরাধী ?" তাঁর কথায় আলাদা কোচবিহার রাজ্যের দাবি তাঁর নয় ৷ সেটা সেখানকার মানুষের দাবি ৷ আর সেই দাবিপূরণের আশ্বাস দিয়েই নাকি বিজেপি অন্তত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছিল ৷

পাশাপাশি, কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক ৷ তবে, নাম না করলেও নিশীথের প্রার্থী হওয়া নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন অনন্ত মহারাজ ৷ প্রার্থী বাছাই নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি ৷ যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো ৷ সঙ্গে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, প্রয়োজনে তিনি সাংসদপদ ছেড়ে দেবেন ৷

ফলে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে বিজেপির উপর চাপ বাড়াতে অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিতেই পারেন বলে মনে করছে রাজনৈতিকমহল ৷ উল্লেখ্য, দিন দু’য়েক আগেই কার্শিয়াঙের বিজেপি বিধায়ক আলাদা রাজ্যের দাবিতে ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন দার্জিলিংয়ে ৷ তা না হলে, নিজেই দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াবেন বলে ঘোষণা করেছিলেন ৷ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত উত্তরবঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের উপর দলের জনপ্রতিনিধিরাই চাপ তৈরি করছেন ৷ যা আসন্ন নির্বাচনে বিজেপিকে অস্বস্তিতে রাখতে পারে ৷

আরও পড়ুন:

  1. অখণ্ড পশ্চিমবঙ্গেই অনড় , অনন্ত মহারাজের দাবির বিপরীতে অবস্থান বিজেপির
  2. 'লোকসভা ভোটের আগে গ্রেটার কোচবিহারের দাবি পূরণ না হলে...', কী বললেন অনন্ত মহারাজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.