পশ্চিমবঙ্গ

west bengal

বাংলায় দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর ডুবে মরা উচিত, বলেই 'সরি' দিলীপের মুখে - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 3:20 PM IST

Updated : Apr 23, 2024, 4:55 PM IST

Lok Sabha Election 2024: ভোটের ময়দানেও মুখে লাগাম নেই দিলীপ ঘোষের ৷ রাজ্যে দুর্নীতিকাণ্ডে নাম না করা মুখ্যমন্ত্রীকে 'ডুবে মরার' নিদান দিয়ে বসলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী ৷

Dilip Ghosh
প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ

দুর্গাপুর, 23 এপ্রিল: আজ হনুমান জয়ন্তী । এই দিনে গদা হাতে সকাল সকাল প্রাতঃভ্রমণ সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তীব্র আক্রমণ শানালেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ এমনকী তাঁকে ডুবে মরারও নিদান দিয়ে বসলেন তিনি ৷ দিলীপ বলেন, "ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে তাঁতে খুব কষ্ট । মানুষ আপনাকে মানে না তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে । তাঁর দলের ছিঁচকে চোররা আগে চোর চোর শুনতো । এখন মুখ্যমন্ত্রীকেও চোর শুনতে হচ্ছে ৷ জলে ডুবে মরা উচিত । 50 বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর স্লোগান শুনতে হচ্ছে । এ জীবন রেখে কী লাভ? ডুবে মরো ।

তারপরেই ভুল শুধরে নিয়ে ক্ষমা চেয়ে তিনি বলেন, "স্যরি আমি ভুল বলেছি । ডুবে মরার জল পাবেন না । কারণ, ডুবে মরার জলও নেই পশ্চিমবঙ্গে । খাওয়ার জলই নেই এ রাজ্যে, আবার ডুবে মরার জল !"

দুর্গাপুর স্টিল টাউনশীপের বিজোন বয়েজ বিদ্যালয়ের মাঠে প্রাতঃভ্রমণ সেরে দিলীপ ঘোষ আশিস মার্কেটে চায়ে-পে-চর্চা অনুষ্ঠানে যোগ দেন এ দিন ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তাঁর নিশানায় ছিল তৃণমূলও ৷ তিনি বলেন, " তৃণমূলকে একমাত্র হারাতে পারে বিজেপিই ৷ সে জন্য যারা কংগ্রেসে, সিপিএমে ভোট দিয়েছিল তারাও আমাদের সঙ্গে আসছে ।"

সোমবার রাতে আশিস মার্কেটে বিজেপির মহিলা কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে ৷ সেই প্রসঙ্গে দিলীপের বক্তব্য, "মায়েরা মা দুর্গার রূপ । 4 জুনের পর যে দলীয় কার্যালয়গুলিতে ফুর্তি চলছে, কাটমানির লেনদেন চলছে, সেই কার্যালয়গুলি তালা লাগিয়ে দেওয়া হবে ।" এরপরেই তিনি পরোক্ষভাবে বিজেপির সঙ্গে ঝামেলায় জড়ানোয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তাদেরকে এলআইসি করে রাখার কথা বলেন ।

আরও পড়ুন:

  1. নাম না করে মমতা-অভিষেককে 'চোর' আখ্যা দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের
  2. যাঁরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন সিবিআই এবার তাঁদের খুঁজবে, দাবি দিলীপের
  3. 'বিভাজনের রাজনীতি করছেন মুখ্য়মন্ত্রী', মুর্শিদাবাদের ঘটনায় মমতাকে কটাক্ষ দিলীপের
Last Updated :Apr 23, 2024, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details