পশ্চিমবঙ্গ

west bengal

রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট বিভাজনের দাবি বিজেপি বিধায়কদের

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 10:18 AM IST

Updated : Feb 28, 2024, 10:35 AM IST

BJP MLAs Meet HP Governor in Shimla: হিমাচল বিধানসভায় ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে রাজ্যপালকে অভিযোগ করতে বুধবার সকালেই রাজভবনে পৌঁছন বিজেপি বিধায়করা ৷ জয়রাম ঠাকুর জানান, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন ৷

BJP MLAs Meet HP Governor in Shimla
রাজ্যপালের সঙ্গে বিজেপি বিধায়কদের সাক্ষাৎ

সিমলা, 28 ফেব্রুয়ারি: বিরোধী দলনেতা জয়রাম ঠাকুরের নেতৃত্বে বুধবার সকালেই হিমাচল প্রদেশের বিজেপি বিধায়করা রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লার সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছন । রাজ্যপালের কাছে বিজেপি বিধায়করা বেশি কিছু দাবি-দাওয়া পেশ করেছেন ৷ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যের সাংবিধানিক প্রধানের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা ।

বিধানসভায় বিরোধী বিধায়কদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তার ব্যাপারে রাজ্যপালকে জানিয়েছেন বিজেপি বিধায়করা। বিধানসভায় এদিন বিরোধী বিধায়কদের সাসপেন্ড করার আশংকা প্রকাশ করেছেন তাঁরা। পাশাপাশি বিজেপি বিধায়করা রাজ্যপালের কাছে বাজেটের জন্য ভোট বিভাজনের দাবিও জানিয়েছেন ।

জয়রাম ঠাকুর বলেন, "হিমাচল প্রদেশে যে ঘটনা ঘটেছে তার সাম্প্রতিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা বলা যেতে পারে যে, রাজ্য সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে ৷ সম্প্রতি বিধানসভায় যা ঘটেছে সে সম্পর্কে আমরা রাজ্যপালকে জানিয়েছি ৷ বিরোধী বিধায়কদের প্রতি স্পিকারের আচরণ সম্পর্কে আমরা রাজ্যপালকে অবহিত করেছি । বিধানসভায় যখন আমরা অর্থ বিলের সময় ভোট বিভাজনের দাবি জানিয়েছিলাম ৷ তখন এটি অনুমোদিত হয়নি ৷ অধিবেশন দু'বার মুলতবি করা হয়েছিল । এরপরে মার্শাল আমাদের বিধায়কদের সঙ্গে যেভাবে আচরণ করেছিলেন, তা ঠিক ছিল না । বিধায়কদের আক্রমণ করা হয়েছিল । এতে কয়েকজন বিধায়ক আহতও হন ৷ হিমাচল প্রদেশ বিধানসভায় এই ঘটনা কখনও ঘটেনি ৷"

যদিও জয়রাম ঠাকুর ফ্লোর টেস্টের কথা অস্বীকার করেছেন । বিরোধী দলনেতার কথায়, "কংগ্রেস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং এখন বিধায়কদের ভয় দেখানোর কাজ করা হচ্ছে ।" কতজন কংগ্রেস বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি এখন পর্যন্ত এই সম্পর্কে কিছু বলতে পারব না ৷ তবে আমি শুধু বলতে চাই, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ।"

আরও পড়ুন:

  1. দুঁদে কংগ্রেস নেতার হারেই তুঙ্গে জল্পনা, হিমাচলে সরকার বাঁচানোর লড়াই!
  2. কর্ণাটকে স্বস্তি, রাজ্যসভার ভোটে কংগ্রেসের কাঁটা হিমাচল
  3. রাজ্যসভার ভোটে হিমাচল প্রদেশে ক্রস ভোটিংয়ের আশঙ্কা কংগ্রেসে, স্বস্তিতে নেই সুখবিন্দর সিং সুখু
Last Updated :Feb 28, 2024, 10:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details