বেঙ্গালুরু,27 ফেব্রুয়ারি: কর্ণাটকে কংগ্রেস যেন রোয়াবেই। হতবাক করে দিয়ে রাজ্যসভার নির্বাচনে ক্রস ভোটিংয়ে চমকে দিলেন বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এসটি সোমশেখর গৌড়া । রাজ্যসভার ভোটের প্রথম ফলে সোমশেখরের কারণেই কর্ণাটকে কংগ্রেসের তিন প্রার্থী জয়ী হয়েছেন। সেখানে বিজেপির ঝুলিতে জয়ী এক। কংগ্রেসের অজয় মাকেন, নাসির হুসেন, জিসি চন্দ্রশেখর জিতেছেন । অন্যদিকে বিজেপির নারায়ণ বন্দিগে জয়লাভ করেন।
তিন রাজ্যের হিসেব যদি নেওয়া যায়, তাহলে বলা যেতেই পারে রাজ্যসভা ভোটে 'ইন্ডিয়া' জোট বনাম বিজেপির টক্করে এগিয়ে পদ্ম শিবিরই। কারণ, কর্ণাটকে কংগ্রেস ভালো ফল করলেও, দুই রাজ্য উত্তরপ্রদেশ ও হিমাচলের ছবি কংগ্রেসের পক্ষে খুব একটা সুখকর নয় । উত্তরপ্রদেশে ক্রস ভোটিংয়ের বহর হতবাক করেছে খোদ অখিলেশের সমাজবাদী পার্টিকে । হিমাচলে কংগ্রেসের চিন্তা বাড়িয়ে অভিষেক মনু সিংভিকে হারিয়ে জিতে গেছেন বিজেপির হর্ষ মহাজন । পরিস্থিতি এমনই যে ঘোড়া কেনাবেচার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সূত্রের খবর, ইতিমধ্যে হরিয়ানার পঞ্চকুলায় কয়েকজন কংগ্রেস বিধায়ককে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে সুখুর সরাসরি কটাক্ষ, কংগ্রেস বিধায়কদের অপহরণ করতে পারে বিজেপি।
এদিকে, কর্ণাটকে জেডিএসের সঙ্গে জোট বেঁধে দুটি আসনে লড়তে নেমেছিল বিজেপি। সেখানে মুখ থুবড়ে পড়েছে মোদির শিবির বলেই মনে করা হচ্ছে । যেখানে জেডিএস প্রার্থী না-জেতায় বিজেপির সুযোগ পুরোপুরি অস্তমিত হয়।
যদিও তিন রাজ্যের রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ের দাপট ভাবিয়ে তুলেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে । সূত্রের খবর, হিমাচলেও কয়েকজন কংগ্রেস বিধায়ক বিজেপিকে ভোট দেন। উত্তরপ্রদেশেও সমাজবাদী পার্টির একাধিক বিধায়ক বিজেপিকে ভোট দিয়েছে বলে খবর । কর্ণাটকে একমাত্র উলোটপুরান। যেখানে কংগ্রেস নিজের মান কিছুটা হলেও রাখতে পেরেছে। অতীতের মতো আজও কংগ্রেসকে নিরাশ করেনি কর্ণাটক ।
আরও পড়ুন: