পশ্চিমবঙ্গ

west bengal

তৃণমূলের উচ্ছিষ্টদের প্রার্থী করার অপেক্ষায় বিজেপি, কটাক্ষ অভিষেকের

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 5:46 PM IST

Abhishek Banerjee: শনিবার মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলদা স্টেডিয়ামের সেই সভা থেকে একাধিক ইস্যুতে তিনি বিজেপির সমালোচনা করেছেন ৷ প্রার্থী তালিকা নিয়েও কটাক্ষ করেছেন ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

নারায়ণগড় (পশ্চিম মেদিনীপুর), 16 মার্চ: প্রার্থী তালিকা নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, বিজেপির কাছে প্রার্থী নেই ৷ তাই তৃণমূলের ‘উচ্ছিষ্ট’দের জন্য অপেক্ষা করছে বিজেপি ৷

শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে সভা করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানে তিনি বলেন, ‘‘তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ ৷ আজ নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে ৷ বিজেপি এখনও ঘোষণা করতে পারেনি ৷ তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোচ্ছে, তাদের মাথায় নিয়ে প্রার্থী করবে ৷ কবে একটা বেরোবে, আর কবে একটাকে তুলে প্রার্থিপদ দেবে ৷ প্রার্থীও নেই ৷’’ অভিষেকের আরও দাবি, কোনও ভদ্রলোক বিজেপি করে না ৷ নেশাগ্রস্ত, চোর দুর্নীতিগ্রস্তরা বিজেপির কর্মী ৷

উল্লেখ্য, বিজেপি কেন্দ্রীয়ভাবে এখনও পর্যন্ত দু’দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ প্রথম দফায় 195 জনের নাম ঘোষণা করা হয় ৷ দ্বিতীয় দফায় বিভিন্ন রাজ্যের 72টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি ৷ দ্বিতীয় তালিকায় বাংলার কোনও আসনে প্রার্থীর নাম বিজেপি ঘোষণা করেনি ৷ তবে প্রথম তালিকায় বাংলার 20টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল বিজেপির তরফে ৷

ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় ৷ 2019 সালে বিজেপির টিকিটে জিতেও তৃণমূলে ফিরে আসা অর্জুন সিং শুক্রবারই বিজেপিতে আবার যোগ দিয়েছেন ৷ তাঁর সঙ্গেই বিজেপিতে গিয়েছেন তমলুকের সাংসদ তৃণমূলের দিব্যেন্দু অধিকারী ৷ অর্জুন সিং ও তাপস রায় প্রার্থী হতে পারেন বলে নানা মহলে শোনা যাচ্ছে ৷ অর্জুনকে বিজেপি আবার ব্যারাকপুরেই প্রার্থী করতে পারে বলে খবর ৷ পরবর্তী প্রার্থী তালিকায় এঁদের নাম থাকতে পারে বলে জল্পনা ৷ রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের উচ্ছিষ্ট বলতে অভিষেক আসলে এই সব নেতাদের কথাই বলতে চেয়েছেন ৷

এ দিন প্রার্থী তালিকা নিয়ে বিজেপিকে কটাক্ষ করা ছাড়াও মোদি-শাহের দলের সমালোচনায় সরব হন অভিষেক ৷ বিজেপিকে বাংলা বিরোধী বলে আখ্যা দেন তিনি ৷ তাই সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেন বিজেপিকে ভোট না দেওয়ার জন্য ৷ তিনি বলেন, ‘‘আগামীর নির্বাচন শুধু নির্বাচিত করার নির্বাচন নয় ৷ যারা আপনাদের থেকে ভোট নিয়ে আপনাদের মিথ্যা কথা বলে, ভাঁওতা দিয়ে, ভুল বুঝিয়ে পাঁচ বছর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে ৷ তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট, আর জমানত বাজেয়াপ্ত করার ভোট ৷’’

এ দিন তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন ৷ বিজেপির কাছে উন্নয়নের রিপোর্ট কার্ড চেয়েছেন ৷ আরও একবার চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখোমুখি বসে আলোচনা করার জন্য ৷

আরও পড়ুন:

  1. বিজেপিকে মানুষ ভোট দিলেও রায় মাথা নেবেন, নারায়ণগড়ে দাঁড়িয়ে বললেন অভিষেক
  2. বিধানসভায় রেকর্ড জয়, লোকসভায় ক্ষমা প্রার্থনা করে ভোট চাইবেন তৃণমূল প্রার্থী
  3. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা

ABOUT THE AUTHOR

...view details