পশ্চিমবঙ্গ

west bengal

শীতলকুচির দেবাশিসের যোগ্য বিচার হয়েছে, মনোনয়ন বাতিল নিয়ে কটাক্ষ অভিষেকের - Abhishek Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 4:54 PM IST

Updated : Apr 27, 2024, 5:07 PM IST

Abhishek Banerjee: রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না মেলায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তা নিয়েই এবার তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়

খয়রাশোল, 27 এপ্রিল: "দেবাশিস ধরের মতো লোকের যোগ্য বিচার হয়েছে ৷" বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল নিয়ে বীরভূমে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তিনি আরও বলেন, "15 দিনে দুই বার বিজেপির প্রার্থী বদল হল ৷ বিজেপিই জানে না, বীরভূমে তাদের প্রার্থী কে ! তাদের আবার গ্যারান্টি !"

প্রসঙ্গত, রাজ্য সরকারের কাছে ক্লিয়ারেন্স না পাওয়ায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। অবশ্য, তার আগেই বিকল্প প্রার্থী দিয়েছিল বিজেপি ৷ এদিন বীরভূমের খয়রাশোলের জনসভা থেকে প্রাক্তন পুলিশ কর্তার মনোনয়ন বাতিল প্রসঙ্গে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এদিন সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির গড় হিসাবে পরিচিত বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাশোলের গোষ্ঠডাঙ্গা মাঠে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক অভিজিৎ সিংহ, বিধান মাঝি, নীলাবতী সাহা, বিকাশ রায়চৌধুরীর মতো সব গোষ্ঠীর নেতারাই ৷ বীরভূম লোকসভা থেকে তিনবারের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। চতুর্থবার তিনি অনুব্রত-হীন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ফের লড়াই করছেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মোদির গ্যারান্টি 15 দিনে বিজেপির দুই বার প্রার্থী বদল ৷ মনে আছে তো শীতলকুচিতে গুলি চালিয়েছিল দেবাশিষ ধরের মত লোকেরা ! আজ তাঁর প্রতি যোগ্য বিচার হয়েছে। কথায় আছে, পাপ বাবকে ছাড়ে না ৷ মা তারা সুবিচার করেছেন। বীরভূম সতীপীঠের মাটি ৷ নিজেদের প্রার্থী ঠিক করতে পারছে না, তাদের আবার গ্যারান্টি !"

আরও পড়ুন

ফের দুর্ঘটনার কবলে! হোঁচট খেয়ে চপারের ভিতরে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা

নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে সন্দেশখালিতে সিবিআই তল্লাশি! কমিশনে অভিযোগ তৃণমূলের

Last Updated :Apr 27, 2024, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details