ETV Bharat / state

নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে সন্দেশখালিতে সিবিআই তল্লাশি! কমিশনে অভিযোগ তৃণমূলের - Sandeshkhali Incident

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 11:27 AM IST

Updated : Apr 27, 2024, 12:29 PM IST

Trinamool Complaint against CBI
Trinamool Complaint against CBI

TMC Complaint to EC: সন্দেশখালিতে শুক্রবার সিবিআই হানাতে ষড়যন্ত্র দেখছে তৃণমূল ৷ খালি জায়গায় বেআইনি তল্লাশি চালানো-সহ একাধিক অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল শাসকদল ৷

কলকাতা, 27 এপ্রিল: সিবিআই এনএসজিকে দিয়ে সন্দেশখালির সরবেড়িয়ায় তল্লাশি চালায় শুক্রবার ৷ এই নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস । ভোট চলাকালীন নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্য এই তল্লাশি অভিযান করা হয়েছে ৷ এমনটাই মনে করছে রাজ্যের শাসকদল । আর সেই জায়গা থেকেই শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করেছে তৃণমূল ।

এই চিঠিতে শাসকদলের তরফ থেকে বলা হয়েছে, রাজ্য প্রশাসনের অনুপস্থিতিতে এই অভিযান চালানো হয়েছে ৷ অভিযানে উদ্ধার হওয়া অর্থ বাস্তবে সেখানে ছিল নাকি সেগুলি কেন্দ্রীয় সংস্থার দ্বারা গোপনে সেখানে রাখা হয়েছে, এ দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের এই অভিযানের মোটিভ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল ।

শাসকদলের অভিযোগ, বাস্তবতার সঙ্গে কোন যোগ না থাকলেও সংবাদমাধ্যমে খবর ভাসিয়ে দিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে । আদালতে প্রমাণ করতে না পারলেও সংবাদমাধ্যমকে ব্যবহার করে সিবিআই গুজব ছড়ানোর চেষ্টা করছে । তৃণমূল এও অভিযোগ করছে, প্রধানমন্ত্রী যখন তাঁর বক্তব্য থেকে তৃণমূলকে টার্গেট করছে সেসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির পক্ষেই কাজ করছে ।

এ দিন এই চিঠিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হয় । সন্দেশখালির অভিযান থেকে স্পষ্ট সিবিআই, ইডি ও এনএসজির মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার চেষ্টা করা হচ্ছে । রাজ্য এবং প্রশাসনের কারোর অনুপস্থিতিতে এভাবে অস্ত্র উদ্ধার মূলত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস ।

শাসকদল বলছে, সুপ্রিম কোর্ট বারবার সুষ্ঠু নির্বাচনের পক্ষে সওয়াল করছে । আর এ দিকে বিজেপি ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে প্রভাব ফেলার চেষ্টা করছে । এ দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কয়েকটি দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে । এগুলি হলো -

  • অবিলম্বে নির্দেশিকা/ফ্রেমওয়ার্ক জারি করুন, যার মাধ্যমে নির্বাচনের সময় সিবিআই-সহ কোনও রাজনৈতিক দল এবং তাদের কর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেন পদক্ষেপ না নেয় ৷
  • এজেন্সি এবং মিডিয়াকে তাদের প্রতিবেদনে তৃণমূলের সমস্ত রেফারেন্স মুছে ফেলার জন্য অবিলম্বে নির্দেশ জারি করুন ৷
  • উপযুক্ত এবং যথাযথ বলে মনে করা যেতে পারে এমন অন্যান্য আদেশ ও নির্দেশগুলি জারি করুন ৷

আরও পড়ুন:

  1. আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর সন্দেশখালিতে এনআইএ তদন্তের দাবিতে সরব বিজেপি
  2. শাহজাহান গড়ে বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র উদ্ধার, নেপথ্যে এনএসজি’র অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সারমেয়
  3. সন্দেশখালি থেকে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআইয়ের
Last Updated :Apr 27, 2024, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.