পশ্চিমবঙ্গ

west bengal

স্নিগ্ধ বিয়ের সাজে রাকুল-জ্যাকি, নবদম্পতির নতুন ছবি মুগ্ধ করবে আপনাকেও

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 5:45 PM IST

দীর্ঘ প্রেমজীবন পেড়িয়ে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই শুভেচ্ছা অনুরাগীদের ৷ সেই ছবি ক্যাপশন হিসাবে দেওয়া ছিল "সারাজীবনের জন্য আমার ৷" গোয়াতে আনন্দ কারজ সেরেমনিতে বিয়ে সম্পন্ন হয়েছে তারকা জুটির ৷
গোয়াতে কাছের পরিবার-পরিজনদের সাক্ষী রেখে বিয়ে রাকুল-জ্যাকির
সিন্ধি মতে বিয়ে হয়েছে তাঁদের ৷
বিশেষ দিনে রাকুলের লেহেঙ্গা ছিল বেশ নজরকাড়া ৷ প্যাস্টেল পিঙ্ক রঙের পোশাকে ছিল মুক্ত ও পাথরের কাজ ৷
জ্যাকির পরনে ছিল চিকনকারি করা শেরওয়ানি ৷ বর-কনের দুজনের পোশাক ডিজাইন করেছেন তরুণ তাহিলানি ৷
বন্ধুর বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেদনেকর ৷
অন্যদিকে, রাকুলের বিয়ে স্যান্ডে গেঞ্জিতে টাইগারের উপস্থিতি নিয়ে হয়েছে জোর আলোচনা ৷
এরপর মুম্বইয়ে নবদম্পতি গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন ৷
নতুন পথ চলাকে ঘিরে আপ্লুত অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷

ABOUT THE AUTHOR

...view details