পশ্চিমবঙ্গ

west bengal

রাম মন্দির উদ্বোধনের আগে দক্ষিণ ভারতের একাধিক মন্দির দর্শন মোদির, কেমন ছিল সফর ? দেখুন ছবি

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 10:44 PM IST

অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আগে কড়া নিয়ম মেনে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দির উদ্বোধনের আগে গত কয়েকদিনে তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দির দর্শন করেন ৷ সেইসব ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন ৷ রাম মন্দির উদ্বোধনের আগে এক নজরে দেখে নেওয়া প্রধানমন্ত্রীর দক্ষিণ ভারত সফরের নানা মূহূর্ত ৷
সমুদ্র স্নান সেরে ভিজে পোশাকে রামানাখস্বামী মন্দির পরিক্রমায় প্রধানমন্ত্রী।
রামেশ্বরমে শ্রী আরুলমিগু রামানাখস্বামী মন্দিরে আয়োজিত বিভিন্ন ভাষায় রামায়ণ পাঠেও অংশ নেন তিনি ৷
তামিলভূমের ঐতিহ্যের পোশাক ছিল প্রধানমন্ত্রীর পরনে।
বিশেষ পুজো-পাঠেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার কোথানদারামস্বামী মন্দির দর্শন করেন প্রধানমন্ত্রী ৷
তারপর অরিকল মুনাইয়ের সমুদ্র সৈকতে যান প্রধানমন্ত্রী ৷
রামসেতু নির্মাণের সূচনাস্থলে প্রাণায়াম সারেন প্রধানমন্ত্রী।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে মোদির দক্ষিণ ভারতের মন্দির পরিদর্শন তাৎপর্য পূর্ণ বলে মত বিশিষ্টদের ৷

ABOUT THE AUTHOR

...view details