পশ্চিমবঙ্গ

west bengal

এই অর্থমন্ত্রীরা সবচেয়ে বেশিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন, জানেন তাঁরা কে ?

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 2:14 PM IST

1 ফেব্রুয়ারি সংসদে 2024 সালের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় বাজেট পেশ হবে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করতে চলেছেন । জানেন স্বাধীন ভারতে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন কোন কোন অর্থমন্ত্রী ? রইল আপনাদের জন্য সেই তালিকা ৷
সবচেয়ে বেশি 10 বার বাজেট পেশ করার রেকর্ড রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ৷
পি চিদম্বরম 9 বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন ।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী হিসাবে 8 বার বাজেট বক্তৃতা পাঠ করেছিলেন ।
সিডি দেশমুখ 7 বার বাজেট পেশ করেছিলেন ।
যশবন্ত সিনহাও 7 বার বাজেট পেশ করেছেন ।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অর্থমন্ত্রী হিসেবে 6 বার বাজেট পেশ করেন ।
এবার টানা ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
সংসদে 5 বার বাজেট পেশ করেন অরুণ জেটলি ।
যশবন্ত রাও চৌহানও 5 বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details