পশ্চিমবঙ্গ

west bengal

উৎক্ষেপণের পরেই বিস্ফোরণ জাপানের 'গোয়েন্দা' রকেটে, ব্যর্থ মহাকাশ মিশন

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 7:18 PM IST

Updated : Mar 13, 2024, 7:54 PM IST

Japan's Rocket Explodes: বুধবার পশ্চিম জাপানের ওয়াকায়ামা অঞ্চলে প্রিফেকচারের কুশিমোটোতে একটি লঞ্চ প্যাড থেকে ওই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল ৷ আর তারপরই রকেটটিতে বিস্ফোরণ হয় ৷

উৎক্ষেপণের পরেই বিস্ফোরণ জাপানি রকেট
Japan's Rocket Explodes

উৎক্ষেপণের পরেই বিস্ফোরণ জাপানের 'গোয়েন্দা' রকেটে

টোকিয়ো, 13 মার্চ:উৎক্ষেপণের পরই বিস্ফোরণ জাপানের স্পেস ওয়ান রকেটে। বুধবার পশ্চিম জাপানের ওয়াকায়ামা অঞ্চলে কোম্পানির লঞ্চ প্যাড রকেটটিকে উৎক্ষেপণ করা হয়েছিল । উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই এটিতে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণ লাইভ ফুটেজে দেখা গিয়েছে কাইরোস নামক রকেটটি উৎক্ষেপণের পর মধ্য জাপানের এক দুর্গম পাহাড়ি অঞ্চলে বিস্ফোরণ হয় ৷ তারপরই এলাকা ধোঁয়ায় ভরে যায়। এই রকেটটিতে স্পাই স্যাটেলাইট ছিল ৷

ধোঁয়ায় ওই এলাকাটি পুরো ভরে যায় এবং কিছু জায়গায় আগুনের শিখা ছড়িয়ে পড়ে। জাপানি সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, 18 মিটার উচ্চতার কাইরোস রকেটটির ওজন 23 টন। স্থানীয় সময় আজ, বুধবার বেলা 11টার পর রকেটটিকে জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কুশিমোটোতে উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরই এটি বিস্ফোরিত হয়।

ওয়াকায়ামা প্রশাসন জানিয়েছে, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়। এই রকেটটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট ছিল। বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে ভেঙে পড়ে আর কিছু অংশ সাগরে পড়ে। তবে এই বিস্ফোরণে কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে।

এর আগে, গত শনিবার এই রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এর উৎক্ষেপণ বাতিল করা হয়। সেদিন উৎক্ষেপণের মাত্র 10 মিনিট আগে উৎক্ষেপণস্থলের খুব কাছে একটি জাহাজ চলে আসায় নিরাপত্তাজনিত কারণে সেই উৎক্ষেপণ বাতিল করা হয়। স্পেস ওয়ান 2021 সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নেয়। কিন্তু তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয় উৎক্ষেপণ প্রচেষ্টা। রকেকটি সফল হলে, স্পেস ওয়ান প্রথম প্রাইভেট কোম্পানি হতে পারত ৷ মূলত কোভিড-19 মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে দেরি হওয়ায় বারবার উৎক্ষেপণ পিছিয়ে যায়।

আরও পড়ুন:

  1. নদিয়ায় কৌটো বোমা ফেটে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন শ্রমিক
  2. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করল এনআইএ
  3. 1993 ধারাবাহিক বিস্ফোরণ মামলার বেকসুর খালাস মূল অভিযুক্ত আবদুল করিম টুন্ডা
Last Updated : Mar 13, 2024, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details