ETV Bharat / bharat

রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করল এনআইএ

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 2:08 PM IST

Rameshwaram Cafe blast: 1 মার্চ দুপুর একটা নাগাদ বিস্ফোরণ ঘটে ৷ ক্যাফে ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ ৷ তার খোঁজও শুরু করেছেন তদন্তকারীরা ৷ সূত্রের খবর, ওই সন্দেহভাজন ব্যক্তিকে ক্যাফেতে একটি ব্যাগ রাখতে দেখেছিল পুলিশ।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 4 মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রক বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্তভার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-এর হাতে হস্তান্তর করেছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ফের পৃথক এফআইআর দায়ের করে মামলার তদন্ত শুরু করেছে এনআইএ। বিস্ফোরণস্থলে এনআইএ-এর তদন্তকারী দল পরিদর্শনও করেছে ৷ জানা গিয়েছে, মামলাটি গত সপ্তাহে এনআইএ-র কাছে হস্তান্তর করা হয়েছিল।

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় 1 মার্চ ক্যাফেতে বিস্ফোরণটি ঘটে ৷ ব্যস্ত সময়ে এই বিস্ফোরণের জেরে বেশ কয়েকজন আহত হয়। বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকার জনপ্রিয় খাবারের দোকান দ্য রামেশ্বরম ক্যাফে ৷ তবে বিস্ফোরণের তীব্রতা কম থাকায় কোনও প্রাণহানি ঘটেনি ৷ বিস্ফোরণের ঘটনায় বেঙ্গালুরু পুলিশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং বিস্ফোরক পদার্থ আইনের অধীনে একটি মামলা দায়ের করে।

1 মার্চ দুপুর একটা নাগাদ বিস্ফোরণ ঘটে ৷ ক্যাফে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ ৷ তার খোঁজ তল্লাশিও শুরু হয়েছে ৷ সূত্রের খবর, ওই সন্দেহভাজন ব্যক্তিকে ক্যাফেতে একটি ব্যাগ রাখতে দেখেছিল পুলিশ। এখনও পর্যন্ত পুলিশের তদন্তে ইঙ্গিত মিলেছে, বিস্ফোরণ ঘটাতে টাইমার-সহ আইইডি ডিভাইসও ব্যবহার করা হয়েছিল। এর আগে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা আশ্বাস দিয়েছিলেন যে, সন্দেহভাজন ব্যক্তিকে শীঘ্রই গ্রেফতার করা হবে।

রবিবার কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। মোট আটটি টিম গঠন করা হয়েছে ৷ সকলেই বিভিন্ন দিকে কাজ করছে ৷ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। আমরা বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি। ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷" রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "বিরোধীদের আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করব ৷ এটিকে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত না-করার জন্যও বলব ৷ আমরা জানি না, ম্যাঙ্গালুরু বিস্ফোরণের সঙ্গে এর কোনও যোগসূত্র আছে কি না। তারা প্রযুক্তিগতভাবে একই ধরনের উপাদান এবং একই সিস্টেম ব্যবহার করা হয়েছে। গতকাল এনএসজি এখানে এসেছে। আমরা গতকাল গোটা ঘটনা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আমি সমস্ত সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠকও করব ৷ এই ঘটনায় বিজেপির নেতিবাচক বিবৃতি দেওয়া উচিত নয় ৷"

উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও জনগণকে অযথা আতঙ্কিত বা উদ্বিগ্ন না-হওয়ারও আবেদন জানিয়েছেন। তিনি বলেন, "এটি একটি কম তীব্রতার বিস্ফোরণ ছিল। একজন যুবক এসে একটি ছোট ব্যাগ রেখেছিল যা এক ঘণ্টা পরে বিস্ফোরিত হয়। প্রায় 10 জন আহত হয়। ঘটনাটি তদন্ত করার জন্য 7-8 জনের একটি দল গঠন করা হয়েছে। আমরা সব দিক দেখছি ৷"

আরও পড়ুন

প্রয়োজন পড়লে এনআইএ-কে তদন্তভার, রামেশ্বরম ক্যাফে-বিস্ফোরণে মত মুখ্যমন্ত্রীর

সিসিটিভি ফুটেজ দেখে বেঙ্গালুরুতে বিস্ফোরণে সন্দেহভাজনকে সনাক্তের চেষ্টা, বৈঠকে মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.