পশ্চিমবঙ্গ

west bengal

এই গরমে কেমন হবে পয়লা বৈশাখের সাজগোজ ? খোঁজ দিলেন মেক-আপ আর্টিস্ট - Make Up in Poila Boishakh

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 5:10 PM IST

Updated : Apr 25, 2024, 11:00 AM IST

Bengali New Year Make Up Tips: বাঙালির উৎসবে সাজগোজটা চলে আসে সবার আগে । কী পরবে, কীভাবে সাজবে এই নিয়ে বেশ কয়েকদিন আগে থেকেই চলে নানা পরিকল্পনা । বাংলা বছরের প্রথম দিন সাজে থাকা চাই খাঁটি বাঙালিয়ানা ভাব । গরমে ভারী মেক-আপ একদম বেমানান । তাই হালকা মেক-আপে সুন্দর লুকের খোঁজ দিলেন মেকআপ আর্টিস্ট অন্বেষা সরকার ৷

Bengali New Year Make Up Tips News
এই গরমে কেমন হতে পারে পয়লা বৈশাখের সাজগোজ

হায়দরাবাদ:বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ ৷ আমবাঙালির বারো মাসে তেরো পার্বণের শুরুটা হয় পয়লা বৈশাখ দিয়েই ৷ নতুন পোশাক আর খাওয়া-দাওয়া সাজগোজে চলে বছর শুরুর আড়ম্বর ৷ তবে প্রচণ্ড গরমে মেক-আপ অনেকের কাছে বিরক্তিকর হয়ে ওঠে ৷ তাই হালকা মেক-আপে কেমন হবে বাঙালির বৈশাখী লুক, বিস্তারিত জানালেন মেকআপ আর্টিস্ট (Makeup artist) অন্বেষা সরকার ৷

তিনি জানান, পয়লা বৈশাখে সবাই নতুন জামাকাপড় পরতে চায় এবং নতুনভাবে নিজেকে দেখতে চায় ৷ কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে সেই কথা ভেবে এমনভাবে মেকআপ করা দরকার যাতে মেক-আপ হালকা হওয়ার পাশাপাশি তা যেন অনেকক্ষণ স্থায়ী হয় ৷ তাই প্রথমেই যা করতে হবে তা হল স্কিনকে মেক-আপের উপযোগী করে নেওয়া ৷ অর্থাৎ, প্রাথমিকভাবে মুখ পরিষ্কার করতে ফেসওয়াশ, স্কিন টোনিং এগুলি করে নেওয়া প্রয়োজন ৷ বিশেষ করে গরমে সানস্ক্রিন ব্যবহার করুন ৷ শরীরের যে জায়গাগুলি এক্সপোজার থাকবে সেগুলিতে অবশ্য়ই সানস্ক্রিন লাগিয়ে নেওয়া প্রয়োজন ৷ তবে মেকআপটা গরমে সবসময় হালকা হওয়া প্রয়োজন ৷ গরমের মধ্যে যদি একটু হেভি লুক করা হয় বা হেভি বেস অ্য়াপ্লাই করে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে মেকআপ গলে যাওয়ার চান্স থাকে বা লং লাস্টিং হয় না ৷

এই গরমে কেমন হতে পারে পয়লা বৈশাখের সাজগোজ ?

লাইট রাখার জন্য প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে নেওয়া প্রয়োজন ৷ প্রাইমার অ্যাপ্লাই করার পর ফাউন্ডেশন লাগানো প্রয়োজন ৷ এই ফাউনডেশনের মধ্যে যদি লাইট ওয়েট ফাউনডেশন অ্যাপ্লাই করা যায় যেমন ওয়াটার রেসিস্ট্যান্স ফাউন্ডেশন ব্যবহার করা যায় সেক্ষেত্রে মেকআপ অনেকসময় লংলাস্টিং হয় ৷ ফাউনডেশন অ্যাপ্লাই করার পর কনসিলার ব্য়বহার করা যায় ৷ ফেসের যে জায়গাগুলি আনইভেন থাকে সেই জায়গাগুলিকে ইভেন করার জন্য এটি ব্যবহার করা হয় ৷ তারপর পুরো জিনিসকে পাউডার দিয়ে শেড করা প্রয়োজন ৷ কারণ প্রচণ্ড গরমে যদি পাউডার দিয়ে শেড না করা হয় মেকআপ গলে যাওয়ার চান্স থাকে ৷ পাউডার বেশ করার পর যদি সেটিংস স্প্রে ব্যবহার করা হয় তাহলে মেকআপ অনেকক্ষণ লংলাস্টিং করে ৷ ফলে পয়লা বৈশাখের একটা সুন্দর লুক তৈরি করা যাবে ৷

তিনি আই মেকআপের ক্ষেত্রে বলেন, একটা লাইট বেশের উপর আই মেক-আপ করা যায় ৷ হালকা আই মেকআপের জন্য কনসিলার ব্যবহার করে হালকা শেড করে নেওয়া যায় ৷ যেহেতু এটা বাঙালি লুক অনেকে কাজল পছন্দ করবেন ৷ সেজন্য কাজলটাকে যদি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে শেড করা হয় তাহলে সুন্দর আসবে ৷ হালকা লাইনার লাগিয়ে নেওয়া যায় ৷ আর দিনের বেলা কোনও লুকে হালকা লিপস্টিক পড়া এবং যদি রাতে লুক করা হয় তাহলে মেরুন বা হালকা লাল নেওয়া যেতে পারে ৷

আরও পড়ুন:

  1. নিত্যদিনের ব্যবহৃত কাচের বাসন চকচকে রাখুন এভাবে, রইল কিছু টিপস
  2. গরমে রোজকার ব্যবহারের সুতির পোশাক কীভাবে যত্ন রাখবেন, মেনে চলতে পারেন এই টিপস
  3. এই গরমে নিজেকে হাইড্রেট রাখুন স্বাস্থ্যকর পানীয় দিয়ে, জানুন পুষ্টিবিদের মতামত
Last Updated : Apr 25, 2024, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details