পশ্চিমবঙ্গ

west bengal

কীভাবে জমে উঠল আবির-মিমির 'আলাপ' ? মনের কোণে উঁকি দিল ইটিভি ভারত - Alaap Trailer

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 9:01 PM IST

Alaap Release Date: দর্শকদের সঙ্গে 'আলাপ' হতে চলেছে অদিতি-পাবলোর ৷ প্রথমবার রোমান্টিক জুটিতে দেখা যাবে আবির-মিমিকে ৷ কেমন ছিল সেই সফর বিশেষ আলাপচারিতায় জানাল তারকা জুটি ৷

Alaap Release Date
আবির-মিমির 'আলাপ'

আবির-মিমির 'আলাপ

কলকাতা, 19 এপ্রিল: একটা ফ্ল্যাট ৷ দিন-রাতে আলাদা আলাদা হবে শেয়ার করেন অদিতি-পাবলো ৷ কিন্তু তাঁরা একে অপরকে কোনওিন দেখেইনি ৷ অথচ মনের কোণে উঁকি মারতে থাকে অদ্ভুত ভালোবাসা ৷ অবশেষে তাঁদের হবে কি 'আলাপ'? তারই উত্তর নিয়ে পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকি আসছেন 26 এপ্রিল বড় পর্দায় ৷

রক্তবীজ-এর পর প্রথমবার রোম্যান্টিক জুটিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। কেমন ছিল সেই জার্নি শুনল ইটিভি ভারত ৷ আবির বলেন, "আমাদের আলাপ অনেকদিনের। কিন্তু রোম্যান্টিক জুটিতে আসতে অনেকটা সময় লেগে গেল।" ওদিকে মিমি চাইছেন 'আলাপ টু' আসুক। কেননা 'আলাপ'-এর গল্প, চিত্রনাট্য এবং নির্মাণ নিয়ে উচ্ছ্বসিত মিমি।

আবিরের সঙ্গে আরও একবার জুটি হলে কেমন হয়? এই প্রশ্নে মিমি যখন একবাকে 'হ্যাঁ'-'না' বলে অনেকটা সময় নেন তখন আবির খানিকটা মজা করেই চেয়ার ছেড়ে উঠে পড়েন। পরে অবশ্য আবার এসে বসে পড়েন তিনি। এভাবেই জমে ওঠে 'আলাপ'-এর আড্ডা। রাজনীতিতে এসে কার সঙ্গে আলাপ না হলেও ভালো হত আর কার সঙ্গে আলাপ হলে মিমি আপ্লুত সেই কথাও ইটিভি ভারতের কাছে মন খুলে বলেন অভিনেত্রী। একইভাবে আবির কি কখনও আসবেন রাজনীতিতে? এক বাক্যে 'না' বলেন তিনি।

অবশ্য দীর্ঘ দশ বছর রাজনীতির ময়দানে সময় কাটিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ চলতি বছর লোকসভা নির্বাচনের আগে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত অবাক করেছিল অনেককেই ৷ তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন অভিনেত্রী ৷ ফলে রাজনীতি নিয়ে আলাদা 'সফট কর্নার' মিমির আছে তা বোঝা যায় ৷ ফলে রাজনীতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে প্রসঙ্গে মিমি বলেন, "আজ অবধি আমি কারোর সম্বন্ধে কোনও খারাপ কথা বলিনি। অনেকে আমাকে নিয়ে বলেছেন।"

উল্লেখ্য, গত বছর পুজোতে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ' ৷ ছবিতে স্পেশাল অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায়কে ৷ মিমিকেও দেখা যায় পুলিশ অফিসারের চরিত্রে ৷ সেই ছবি বক্সঅফিসে ব্যাপক সাফল্য পায় ৷ এবার রোমান্টিক জুটিতে আবির-মিমি কতটা নজর কাড়েন, সেটাই দেখার ৷

আরও পড়ুন

1. 'ময়দান' মনে করালো বন্ধু পিকে-চুনীকে, চোখে জল অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের

2.'কবীর সিং' ছবিতে আদিলকে সরাবে এইআই, সন্দীপ রেড্ডির পালটায় বি-টাউনে বাড়ছে ঠান্ডা লড়াই

3.সঞ্চালনায় অনির্বাণ, আসছে 'সারেগামাপা লেজেন্ডস'

ABOUT THE AUTHOR

...view details