ETV Bharat / state

Bengali Movie Raktabeej: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি মনে করাচ্ছে 'রক্তবীজ', হলমুখী দর্শকরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 6:42 PM IST

এবছর পুজোয় মুক্তি পেয়েছে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'রক্তবীজ' ৷ খাগড়াগড় বিস্ফোরণের ঘটনাকে মাথায় রেখে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 22 অক্টোবর: আজ অষ্টমী ৷ আজ থেকে 9 বছর আগে 2014 সালের 2 অক্টোবর এরকমই এক অষ্টমীর দিন বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব বর্ধমানের খাগড়াগড় ৷ সেবছর অষ্টমীর দিন সকালে যখন মণ্ডপে মণ্ডপে চলছিল দুর্গাপুজোর অঞ্জলী, তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে খাগড়াগড়ের ওই এলাকা ৷ দেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় 70 কিমি দূরে হয়েছিল এই বিস্ফোরণ ৷ এই ঘটনাই সামনে এনেছিল রাজ্যের মাটিতে জঙ্গিদের ঘাঁটি গেড়ে থাকা ও বিস্ফোরক বানানোর বিষয়টি ৷

এই ঘটনায় নাম উঠে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি'র ৷ পরবর্তীতে এই বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাদের চার্জশিটে জেএমবি জঙ্গিগোষ্ঠীর নাম উল্লেখ করে ৷ সেখানে উল্লেখ করা হয়, জঙ্গিহানার মধ্যে দিয়ে বাংলাদেশের তৎকালীন সরকারকে উৎখাত করার চক্রান্ত করেছিল এই জঙ্গি সংগঠনটি ৷ সেই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এরাজ্যে ডালপালা ছড়িয়েছিল জেএমবি ৷ খাগড়াগড় বিস্ফোরণে বিস্ফোরক বানাতে গিয়ে 2 জেএমবি জঙ্গিরও মৃত্যু হয় ৷

এবছর পুজো উপলক্ষে মুক্তি পেয়েছে, পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'রক্তবীজ' ৷ 19 অক্টোবর মুক্তি পাওয়া এই ছবিটি ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে বক্স অফিসে ৷ ছবিটির প্রেক্ষাপট হিসেবে উঠে এসেছে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড ৷ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে এই ছবিতে তৈরি হয়েছে অনিমেশ চট্টোপাধ্যায়ের চরিত্রটি ৷ প্রণব মুখোপাধ্যায়ের মতো অনিমেশ চট্টোপাধ্যায়ও এখানে দেশের রাষ্ট্রপতি, যিনি পুজো উপলক্ষে দিল্লি থেকে গ্রামে ফিরেছেন ৷ বর্ধমানের পুলিশ সুপার সংযুক্তা মিত্রের চরিত্রে রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ ছবিতে এক গোয়েন্দা অফিসারের চরিত্রে রয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ৷ তাঁর চরিত্রের নাম পঙ্কজ সিনহা, যাঁকে বিস্ফোরণের তদন্ত ও রাষ্ট্রপতির সুরক্ষার দিকটি খতিয়ে দেখতে দিল্লি থেকে রাজ্যে পাঠানো হয়েছে ৷

খাগড়াগড় বিস্ফোরণকে মাথায় রেখেই যে লেখা হয়েছে এই ছবির প্লট সেই প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "খাগড়াগড় বিস্ফোরণ পুরো রাজ্যকে আলোড়িত করেছিল ৷ যখন ওই বিস্ফোরণ হয় তখন দুর্গাপুজো উপলক্ষে তৎকালীন রাষ্ট্রপতি তাঁর গ্রামের বাড়িতেই ছিলেন ৷ এই ছবির মাধ্যমে বাস্তব পরিস্থিতিকে তুলে ধরার চেষ্টা হয়েছে ৷ তবে সেই বাস্তবতা শুধুমাত্র একটি ঘটনা বা এলাকাকে কেন্দ্র করে নয় ৷ এধরণের ঘটনা বাস্তবে ঘটলেও তা বাংলা ছবিতে সেভাবে তুলে ধরা হয়নি ৷ " শিবপ্রসাদ জানিয়েছেন, ওই বিস্ফোরণ নিয়ে একটি প্রতিবেদন পড়ার পর এই ছবি তৈরির বিষয়টি তাঁর মাথায় আসে ৷

আরও পড়ুন: জুটিতে লুটি! অষ্টমীর অঞ্জলীতেও শোভনের শরতে বৈশাখী বাতাস

'রক্তবীজ' প্রসঙ্গে বলতে গিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আরও জানান, এই ছবিটি তৈরির জন্য তাঁরা কলকাতার এক সাংবাদপত্রের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন ৷ কিন্তু ছবিটি তৈরির জন্য যে বাজেটের প্রয়োজন ছিল, তা তাঁদের কাছে ছিল না ৷ শেষপর্যন্ত অনেক তথ্য বিশ্লেষণ ও বিষয়টি নিয়ে পড়াশোনার পর 9 বছর পর এই ছবিটি তৈরি হল ৷ বাংলা ভাষার পাপাশি, ওড়িয়া ও অহমিয়া ভাষাতেও মুক্তি পেয়েছে এই ছবিটি ৷

খাগড়াগরকাণ্ডে পরবর্তীতে 30 জন দোষী সাব্যস্ত হয়, তাদের কারাবাসের নির্দেশ হয় ৷ এনআইএ-এর দাবি ছিল, বাংলাদেশের সরকারকে উৎখাত করে সেখানে শরিয়তি আইন জারি করার ছক কষেছিল জেএমবি ৷ এনআইএ তদন্তে আরও উঠে আসে, নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে নিজেদের জাল ছড়িয়েছিল জেএমবি ৷ মগজধোলাই করে তরুণদের দলে নেওয়া ছিল তাদের উদ্দেশ্য ৷ ওই ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গ পুলিশ কেন্দ্রীয় সংস্থাগুলি এরাজ্যে জঙ্গি মডিউলস ভাঙতে সক্রিয় হয়ে ওঠে ও তাতে সাফল্যও আসে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.