পশ্চিমবঙ্গ

west bengal

স্বপ্নপূরণ অরিজিৎ সিংয়ের, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই শুরু জমি দেওয়ার প্রক্রিয়া

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 2:01 PM IST

Arijit Singh: হাসপাতাল-বিদ্যালয় তৈরির স্বপ্ন পূরণ হতে চলেছে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের ৷ প্রস্তাব মতো অরিজিৎ সিংকে জমি অনুমোদনের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুরু হয়েছে জমি দেওয়ার প্রক্রিয়া ৷

Etv Bharat
অরিজিৎ সিংকে জমির অনুমোদন মুখ্যমন্ত্রী মমতার

মুখ্যমন্ত্রী মমতার মুখে অরিজিৎ সিংয়ের প্রশংসা

বহরমপুর, 1 ফেব্রুয়ারি: অরিজিৎ সিংকে জমির অনুমোদন দিল রাজ্য সরকার ৷ বহরমপুরে প্রশাসনিক সভা থেকে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকে জমি অনুমোদনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরিজিৎ সিং স্কুল, হাসপাতাল তৈরির জন্য জমির যে অনুমোদন চেয়েছিলেন তাতে অনুমোদন মঞ্জুর রাজ্য সরকারের ৷ তবে জেলা প্রশাসন সূত্রে খবর, অনুমোদন মঞ্জুর হলেও জমির জন্য জায়গা এখনও পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি।

জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। উনি কোথায় জমি নিতে চান দেখেই দেওয়া হবে।" বুধবার বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "অরিজিৎ খুব ভালো গান গায়। ওকে আমরা জমির অনুমোদন দিয়েছি।" ওই জমিতে অরিজিৎ সিং একটি বিদ্যালয়, হাসপাতাল-সহ একাধিক শিল্প গড়ার প্রস্তাব দিয়েছিল ৷ আমরা তাঁকে আগাম অভিনন্দন জানাই ৷" জেলা প্রশাসনের এক কর্তা বলেন, "জমি এখনও পর্যন্ত নির্দিষ্ট হয়নি। জিয়াগঞ্জে সঙ্গীতশিল্পীর জন্মভূমি। জমি সেই এলাকায় হতে পারে। জঙ্গিপুরের ওমরপুর এলাকায় প্রচুর খাস জায়গা রয়েছে। ওই এলাকায় একাধিক শিল্প গড়ে উঠেছে। সেখানেও শিল্পী চাইলে জমি দেওয়া হতে পারে।"

এদিন জাকির হোসেনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, জাকির মেডিক্যাল কলেজ গড়তে চেয়েছে। তাঁকেও রাজ্য সরকারের পক্ষ থেকে জমি দেওয়া হয়েছে। উল্লেখ্য, জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্রন মন্ত্রী জাকির হোসেনকে মেডিক্যাল কলেজ তৈরির জন্য মিঞাপুর এলাকায় জমি দিয়েছে রাজ্য সরকার। মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভারসিটি অফ হেলথ সায়েন্সের তরফে বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। কোর্স চালুর ব্যপারে প্রভিশনাল এফিলেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে গত নভেম্বর মাসে। ইতিমধ্যেই কেন্দ্রের অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'রঙ দে তু মোহে গেরুয়া' গান গেয়ে বিতর্কে জড়িয়ে পড়েন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখেও নাকি পড়েন শিল্পী ৷ ঘটনার কিছুদিনের মধ্যেই অরিজিৎ-এৎ ইকোপার্কের কনসার্টও বাতিল হয় ৷ তবে ধীরে ধীরে গলেছে সম্পর্কের বরফ ৷ গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং-এ গলা দেন অরিজিৎ সিং ৷ এবার বহরমপুরের সভা থেকে অরিজিৎ সিংয়ের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details