পশ্চিমবঙ্গ

west bengal

বিছানায় 500 টাকার নোট! উপরে শুয়ে আছেন অসমের ইউপিপিএল নেতা - BENJAMIN BASUMATARY VIRAL PHOTO

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 10:41 PM IST

Updated : Mar 27, 2024, 10:52 PM IST

UPPL clarifies about viral photo: টাকার উপর ঘুমাচ্ছেন ইউপিপিএল নেতা বেঞ্জামিন বসুমাতারি ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই ছবি ৷ এরপরই দলের পক্ষ থেকে তাঁর সদস্যপদ থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করে দেওয়া হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

উদলগুড়ি, 27 মার্চ:সোশাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে বেঞ্জামিন বসুমাতারির একভাইরাল ভিডিয়ো ৷তাতে দেখা যাচ্ছে,টাকার বিছানায় শুয়ে আছেন অসমেরইউপিপিএলের নেতা বেঞ্জামিন বসুমাতারির ৷ এরপরই দলের সদস্যপদ খারিজ হয়ে গেল ৷ অর্নিদিষ্টকালের জন্য সদস্যপদ খারিজের কথা ঘোষণা করেছেন ইউপিপিএলের জেলা সম্পাদক রাজু কুমার নার্জারী ৷ একটি সাংবাদিক সন্মেলন করে একথাই ঘোষণা করেছেন তিনি ৷

শৃঙ্খলা কমিটির সুপারিশে বেঞ্জামিন বসুমতরীকে দলীয় পদ থেকে বরখাস্ত করার পাশাপাশি ভৈরগুড়ি ভিসিডিসি চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের 10 ফেব্রুয়ারি বেঞ্জামিন বসুমাতারীকে তার অনৈতিক কাজের জন্য অন্য একটি পদ থেকে অপসারিত করা হয়েছিল ৷ এখন এই দুটি পদ থেকেও সরিয়ে দেওয়া হল। তিনি জনগণের প্রতিনিধিত্ব করতে কোনওাভাবেই সমর্থ নয় বলে মনে করছে ইউপিপিএল ৷ তাদের মতে, বেঞ্জামিন বসুমতরীর এই ছবি সাধারণ মানুষের মধ্যে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে ।

অভিযোগ, সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে বেঞ্জামিন বসুমতরী টাকার বিছানায় শুয়ে আছেন ৷ এই প্রসঙ্গেই রাজু নার্জারী বলেন, "টাকা দিয়ে আমরা জিনিস পত্র কিনি ৷ সেই টাকা উপর ববেঞ্জামিন বসুমাতারী শুয়ে রয়েছন এটা একজন জন প্রতিনিধি হিসাবেও নেচি বাচক বার্তা দেয় ৷ এই ছবিটি জানুয়ারি মাসেই আমার কাছে এসেছিল ৷ সঙ্গে সঙ্গে দল বেঞ্জামিন বসুমাতারীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল ৷ বেঞ্জামিন বসুমাতারী আর ইউপিপিএল কর্মী নন ৷ তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে ৷ এই ঘটনার বিষয়ে বেঞ্জামিন বসুমাতারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পডুন:

  1. হাসপাতাল থেকে ছাড়া পেলেন সদগুরু, বিবৃতি দিয়ে জানাল ইশা ফাউন্ডেশন - Sadhguru
  2. লোকসভা নির্বাচনে তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের, নির্দেশিকা জারি কমিশনের - Lok Sabha Election 2024
  3. দার্জিলিংয়ের সুগন্ধি চা, দামে পাল্লা দিচ্ছে সোনার সঙ্গেও - Darjeeling tea
Last Updated : Mar 27, 2024, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details