পশ্চিমবঙ্গ

west bengal

পেটিএম পেমেন্টস ব্যাংকের মাধ্যমে লেনদেন বন্ধ করে দিল আরবিআই

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 7:50 PM IST

Updated : Feb 1, 2024, 6:42 PM IST

RBI stops Paytm Payments Bank: আরবিআই জানিয়েছে, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখের পর কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেইড উপকরণ, ওয়ালেট, কার্ড ইত্যাদিতে আর কোনও আমানত বা ক্রেডিট লেনদেন বা টপ-আপের অনুমতিও দেওয়া হবে না পেটিএমকে ৷

Etv Bharat
Etv Bharat

মুম্বই, 31 জানুয়ারি: কয়েক হাজার পেটিএম গ্রাহককে প্রভাবিত করে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক ৷ এর ফলে গ্রাহকরা পেটিএম পেমেন্টস ব্যাংকের মাধ্যমে কোনও প্রিপেইড, ওয়ালেট এবং ফাস্টট্য়াগে রিচার্জ করতে পারবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক ৷ ফেব্রুয়ারি 29 থেকে এই নির্দেশ কার্যকর হবে ৷

একটি বিবৃতিতে, আরবিআই জানিয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড (পিপিবিএল)-এর বিরুদ্ধে তারা পদক্ষেপ করছে বিস্তৃত সিস্টেম অডিট রিপোর্ট এবং বহিরাগত কিছু নিরীক্ষকদের রিপোর্ট অনুসরণ করে। এই রিপোর্টগুলিতে ব্যাংকের লেনদেন সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশিত হয়েছে ৷ আরবিআই আরও জানিয়েছে, 2024 সালের 29 ফেব্রুয়ারির পরে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেইড উপকরণ, ওয়ালেট, কার্ড ইত্যাদিতে আর কোনও আমানত বা ক্রেডিট লেনদেন বা টপ-আপের অনুমতিও দেওয়া হবে না পেটিএমকে ৷ শুধুমাত্র, যে কোনও সুদ, ক্যাশব্যাক বা ফেরত ছাড়া অন্য কোনও সময় জমা করা যেতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট থেকে সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেইড, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড-সহ তাদের অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন কোনও সীমাবদ্ধতা নেই ৷ বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, ফেব্রুয়ারি 29, 2024-এর পরে অন্য কোনও ব্যাংক পরিষেবা যেমন তহবিল স্থানান্তর (নাম এবং পরিষেবার প্রকৃতি নির্বিশেষে), ইউপিআই সুবিধা প্রদান করা যাবে না ৷ আরবিআই বলেছে, ব্যাংকের অন্তবর্তী লেনদেন এবং নোডাল অ্যাকাউন্টের নিষ্পত্তি (ফেব্রুয়ারি 29, 2024 বা তার আগে শুরু হওয়া সমস্ত লেনদেনের ক্ষেত্রে) 15 মার্চ, 2024-এর মধ্যে সম্পন্ন করতে হবে ৷ তারপরে আর কোনও লেনদেনের অনুমতি দেওয়া হবে না।

Last Updated : Feb 1, 2024, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details