পশ্চিমবঙ্গ

west bengal

উত্তর-পূর্ব দিল্লিতে কানহাইয়াকে প্রার্থী করল কংগ্রেস, বিপক্ষে মনোজ তিওয়ারি - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 9:46 PM IST

Updated : Apr 14, 2024, 10:43 PM IST

Congress Candidate List: দিল্লি ও পঞ্জাবের মোট 10টি আসনে প্রার্থী দিল কংগ্রেস। উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন কানহাইয়া কুমার।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 14 এপ্রিল:আরও 10 আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। দিল্লির তিনটির পাশাপাশি পঞ্জাবের ছটি এবং উত্তরপ্রদেশের একটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। এই তালিকায় বড় চমকও দিয়েছে কংগ্রেস। এর মধ্যে কানহাইয়া কুমার উত্তর-পূর্ব দিল্লি থেকে প্রার্থী হচ্ছেন। এখানকার সাংসদ বিজেপি নেতা মনোজ তিওয়ারি। এবার ও তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। ফলে এবার মনোজের মুখোমুখি কানহাইয়া।

লোকসভা নির্বাচনে কানহাইয়ার লড়াই অবশ্য এবারই প্রথম নয়। গতবারের নির্বাচনেও লড়েছিলেন জেএনইউ-এর এই প্রাক্তন ছাত্রনেতা। তখন তিনি বাম শিবিরে। বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে সিপিআই। বিপক্ষে ছিলেন বিজেপির গিরিরাজ সিং। প্রায় 4 লাখের কাছাকাছি ভোটে কেন্দ্রীয় মন্ত্রীর হেরে যান কানহাইয়া । এরপর শিবির বদল করেন। রাহুল গান্ধির থেকে ভারতের সংবিধান উপহার পান। কংগ্রেসের সদস্য হন। এবার তাঁকেই প্রার্থী করেছে কংগ্রেস।

এর পাশাপাশি দিল্লির চাঁদনি চক আসন থেকে লড়ছেন জেপি আগরওয়াল এবং উত্তর-পশ্চিম দিল্লি থেকে প্রার্থী হয়েছেন উদিত রাজ। পঞ্জাবের অমৃতসর থেকে গুরজিৎ সিং আউজিয়া। এলাহাবাদ থেকে লড়ছেন উজ্জ্বল রেওয়তি রমন সিং। এবার দিল্লি থেকে শুরু করে পঞ্জাব এবং উত্তরপ্রদেশে জোট করেছে কংগ্রেস। বলা যেতে পারে যেখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ইন্ডিয়া জোট দানা বাঁধেনি সেখানে উলটো পথে হেঁটেছে উত্তর ভারত। দিল্লিতে তিনটি আসনে লড়ছে কংগ্রেস। বাকি 4টি আসনে লড়ছে আপ। একই ছবি পঞ্জাবেও। এমনিতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করার পর থেকে গোটা দেশের নজর রাজধানীর দিকে। এবার এখানকারই একটি কেন্দ্র থেকে প্রার্থী হলেন কানহাইয়া কুমার।

আরও পড়ুন:

  1. রাহুলের মাইসোর পাক উপহার পেয়ে 4 জুন 'সুইট ভিক্ট্রি'র দাবি স্ট্যালিনের
  2. মনোনয়ন পেশের আগে মৃত্যুবার্ষিকীতে গনি খান চৌধুরীকে শ্রদ্ধাজ্ঞাপন ঈশার, অনুপস্থিত বামেরা
Last Updated : Apr 14, 2024, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details