ETV Bharat / state

মনোনয়ন পেশের আগে মৃত্যুবার্ষিকীতে গনি খান চৌধুরীকে শ্রদ্ধাজ্ঞাপন ঈশার, অনুপস্থিত বামেরা - Isha Khan Choudhury

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 8:29 PM IST

Ghani Khan Choudhury Death Anniversary: আজ গনি খান চৌধুরীর অষ্টাদশ মৃত্যুবার্ষিকী ৷ বরকত সাহেবকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তথা ভাইপো ইশা খান চৌধুরী ৷ তবে সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল বামেরা ৷

Isha Khan Choudhury
Isha Khan Choudhury

মৃত্যুদিবসে গনি খান চৌধুরীকে শ্রদ্ধাজ্ঞাপন ভাইপো ইশার

মালদা, 14 এপ্রিল: সোমবার মনোনয়ন পেশ করবেন ৷ তার আগে রবিবার জ্যেঠু তথা জেলার প্রবাদপ্রতিম নেতা বরকত গনি খান চৌধুরীর অষ্টাদশ মৃত্যুবার্ষিকী ৷ বিশেষ এই দিনে প্রয়াত গনি খানকে স্মরণ করেই রবিবাসরীয় নির্বাচনী প্রচার শুরু করেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ৷ সকালে কোতয়ালি ভবনে গনির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েই তিনি সস্ত্রীক চলে যান তাঁর কবরে ৷ সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম-সহ বরকত সাহেবের কিছু অনুগামী ৷ কবরে নতুন চাদর ও ফুলের আবরণ চাপিয়ে প্রচারের উদ্দেশ্যে মোথাবাড়ি চলে যান ঈশা ৷

হাতে গোনা কয়েকজন কংগ্রেস কর্মী এদিন গনি খানের সমাধিতে উপস্থিত থাকলেও দেখা যায়নি বাম নেতা-কর্মীদের ৷ অথচ আশা করা গিয়েছিল, নির্বাচনের মুখে বিশেষ এই দিনে বামেদের প্রতিনিধিও বরকত গনি খানের কবরে উপস্থিত থেকে জয়ের দোয়া চাইবেন ৷ কারণ, ঈশাকে এবার সমর্থন করেছে বামফ্রন্ট ৷ যদিও পরে শহরের রথবাড়ি মোড়ে বামফ্রন্টের কয়েকজন নেতা-কর্মী প্রয়াত নেতার মূর্তিতে মাল্যদান করেছেন ৷

Ghani Khan Choudhury Death Anniversary
গনি খান চৌধুরীর কবরে চাদর চড়ালেন ইশা

এবার কিন্তু জেলার দুই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর সমর্থনে বামেদের এখনও সেভাবে প্রচারে নামতে দেখা যায়নি ৷ বামেদের তরফে এখনও জেলায় আসেননি কোনও তারকা প্রচারকও ৷ বামেদের এমন ভূমিকা নিয়ে কংগ্রেসের অন্দরমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এদিকে জেলা বামফ্রন্ট সূত্রে খবর, কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত তাদের প্রচারে নামার কথা কিছু জানানো হয়নি ৷ সিদ্ধান্ত হয়েছে, কংগ্রেস আবেদন না জানালে বামেরা ঈশা বা মোস্তাকের সমর্থনে প্রচারে নামবে না ৷ যদিও এ নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাতে রাজি হননি জেলা বামফ্রন্টের কোনও নেতা ৷ জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্রও অবশ্য দাবি করেছেন, জেলার দুই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর সমর্থনে বামেদের প্রচার শুরু হয়ে গিয়েছে ৷ দুই প্রার্থীর সঙ্গে রোজই বাম কর্মীরা উপস্থিত থাকছেন ৷

ঈশা এ দিন বলেন, "2006 সালে বরকত সাহেবের মৃত্যু হয়েছে ৷ কিন্তু এখনও তিনি জেলা রাজনীতিতে আগের মতোই প্রাসঙ্গিক ৷ আজ তাঁর মৃত্যুদিনে আমরা তাঁকে স্মরণ করেছি ৷ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি ৷ আমরা আজ সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরকেও শ্রদ্ধা জানাব ৷ আগামিকাল মনোনয়নপত্র পেশ করব ৷"

আরও পড়ুন:

  1. দক্ষিণ মালদা লোকসভায় কংগ্রেসের ব্যাটন বদল ! বাবার আসনে প্রার্থী ইশা
  2. জন্মদিনে গনি খান চৌধুরী স্মরণে মালদা জেলা কংগ্রেস
  3. গণি মিথে ভর করে মালদা জয়ের লক্ষ্য, তৃণমূলই আসল কংগ্রেস; মন্তব্য ফিরহাদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.