পশ্চিমবঙ্গ

west bengal

কৃমির পর আস্ত স্ক্রু! ইন্ডিগো বিমানের স্যান্ডউইচের ছবি ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 10:17 AM IST

IndiGo Passenger Claims Screw Found In Sandwich: বিমানে দেওয়া স্যান্ডউইচের মধ্যে থেকে কৃমি বেরিয়েছিল ৷ এবার এক যাত্রী স্যান্ডউইচ খেতে গিয়ে পেলেন স্ক্রু ৷ এই ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷

ETV Bharat
স্যান্ডউইচের মধ্যে আস্ত স্ক্রু

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি:স্যান্ডউইচের মধ্যে আস্ত একটা স্ক্রু ৷ এমনটাই দাবি করেছেন ইন্ডিগো বিমানের এক যাত্রী ৷ বিমানে সফররত অবস্থায় তাঁকে এই স্যান্ডউইচটি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ওই যাত্রী ৷ এই অভিজ্ঞতার কথা তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন ৷ স্ক্রু সমেত স্যান্ডউইচের ছবিটিও পোস্ট করেছেন ৷ বিমান সংস্থাটি অবশ্য দাবি করেছে যে, ওই যাত্রী বিমানে থাকাকালীন এ নিয়ে কোনও অভিযোগ জানাননি ৷

এই প্রসঙ্গে বিমান সংস্থা ইন্ডিগো একটি বিবৃতিতে জানিয়েছে, "1 ফেব্রুয়ারি, 2024 তারিখে বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ে যায় 6ই-904 বিমানটি ৷ এই বিমানের এক যাত্রী তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ৷ কিন্তু তিনি যখন বিমানে যাচ্ছিলেন, তখন এই ইস্যুটি নিয়ে কোনও অভিযোগ করেননি ৷"

তবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করে ইন্ডিগো জানিয়েছে, যে ছবিটি সোশাল মিডিয়ায় ঘুরছে ৷ সে নিয়ে ওই যাত্রী বিস্তারিত কিছু জানায়নি ৷ বিমানে যাত্রীদের দেওয়া খাবার প্রসঙ্গে ইন্ডিগো জানায়, "আমরা নামী এবং অত্যন্ত ভালো ক্যাটারারের কাছ থেকে খাবার আনাই ৷ খাবারের গুণগত মান এবং তার স্বাস্থ্যকর দিকটি যাতে ঠিকঠাক বজায় থাকে, সেদিকে খেয়াল রাখা হয় ৷ যাত্রীদের যে অসুবিধে হয়েছে, তার জন্য আমরা দুঃখিত ৷ বিমানের মধ্যে যতটা ভালো খাবার দেওয়া যায়, তাতে আমরা দায়বদ্ধ ৷"

এর আগেও ইন্ডিগো বিমানে এমন ঘটনা ঘটেছে ৷ তার জন্য শো-কজ নোটিশও পেয়েছে এই বিমান সংস্থা ৷ 2 জানুয়ারি খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক এফএসএসএআই ইন্ডিগোকে শো-কজ নোটিশ ধরায় ৷ সেবার এক যাত্রী স্যান্ডউইচের মধ্যে থেকে কৃমি পেয়েছিলেন ৷ বিমানে সফররত অবস্থায় তাঁকে ওই স্যান্ডউইচ দেওয়া হয় ৷ ঘটনাটি ঘটে গত 29 ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী 6ই 6107 বিমানে ৷ ওই যাত্রী এই সংক্রান্ত ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ এরপর এয়ারলাইন সংস্থা যাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয় ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিগো বিমানে যাত্রীর খাবারে মিলল কৃমি, ক্ষমা চাইল কর্তৃপক্ষ
  2. দাম্পত্য কলহে বিমান বিভ্রাট! 'স্বামী আমায় হুমকি দিচ্ছেন', স্ত্রীর অভিযোগে পথঘুরে নয়াদিল্লিতে নামল বিমান
  3. টোকিয়োর রানওয়েতে অবতরণের সময় বিমানে ভয়াবহ আগুন, মৃত 5

ABOUT THE AUTHOR

...view details