পশ্চিমবঙ্গ

west bengal

'আমি যোদ্ধার জীবনসঙ্গী, আবেগে ভাসব না', বিবাহবার্ষিকীতে বার্তা হেমন্তের স্ত্রী কল্পনার

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 4:49 PM IST

Hemant Soren's wife Kalpana on Wedding Anniversary: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন জেলে ৷ এদিকে আজ তাঁদের 18তম বিবাহ বার্ষিকী ৷ স্বামীর কথা মনে করে সোশাল মিডিয়ায় আবেগী পোস্ট করলেন স্ত্রী কল্পনা ৷

ETV BHarat
স্ত্রী কল্পনার সঙ্গে আনন্দের মুহূর্তে হেমন্ত সোরেন

রাঁচি, 7 ফেব্রুয়ারি: "হেমন্তজির মতোই আমি খারাপ সময়েও মুখের হাসি ধরে রাখব"। বিবাহ বার্ষিকীতে এমনই আবেগী পোস্ট করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরোনের স্ত্রী কল্পনা সোরেন ৷ আজ থেকে 18 বছর আগে এই দিনেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কল্পনার বিয়ে হয় ৷ এদিকে আজ তাঁর পাশে নেই স্বামী হেমন্ত ৷ জমি দুর্নীতিতে 1 ফেব্রুয়ারি হেমন্ত সোরেনকে তাঁর রাঁচির বাসভবন থেকেই গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ পাশাপাশি ওই দিনই পদ ছেড়ে দেন শিবু-তনয়। পরবর্তী মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। হেমন্ত এখন জেলে ৷

এই অবস্থায় স্বামীকে একজন যোদ্ধার সঙ্গে তুলনা করলেন স্ত্রী কল্পনা ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আমি একজন যোদ্ধার জীবনসঙ্গী ৷ সবসময় শক্তি হিসেবে তাঁর পাশেই থাকব ৷" এমন দিনে তিনি আবেগে ভেসে যাবেন না বলেও জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ৷ তিনি আরও লেখেন, "ঝাড়খণ্ডের অস্বিত্ব আর পরিচিতিকে রক্ষা করতে গিয়ে হেমন্তজি কখনও মাথা নত করতে চাননি ৷ তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার কথা ভেবেছিলেন ৷ সেই ষড়যন্ত্রকে পরাজিত করতেই নিজের জীবন উৎসর্গ করেছেন ৷ আজ আমাদের 18তম বিবাহ বার্ষিকী ৷ কিন্তু হেমন্তজি এখন পরিবারের সঙ্গে নেই ৷ সন্তানদের সঙ্গে নেই ৷"

এর আগে 5 ফেব্রুয়ারি ঝাড়খণ্ড সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় জেল থেকে বিধানসভায় গিয়ে হেমন্ত সোরেন বিধানসভা কক্ষে আক্রমণাত্মক বক্তৃতা দিয়েছিলেন ৷ একাধিকি প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। সেদিনও কল্পনা সোরেন সোশাল মিডিয়ায় স্বামীর পাশে থাকার বার্তা দিয়ে লিখেছিলেন, "অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়ণের বিরুদ্ধে এই লড়াই চলবে ৷"

এদিনও হেমন্তের স্ত্রী লেখেন, "আমরা বিশ্বাস করি তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধ লড়াইয়ে জয়ী হবেন ৷ খুব শীঘ্রই আমাদের কাছে ফিরে আসবেন ৷ আমি একজন সাহসী ঝাড়খণ্ডী যোদ্ধার জীবন সঙ্গী ৷ আজ আমি আবেগে ভেসে যাব না ৷ হেমন্তজির মতোই দুর্দিনেও মুখে হাসি ধরে রাখব ৷ তাঁর সাহস আর সংগ্রামের শক্তি হয়ে উঠব ৷"

আরও পড়ুন:

  1. দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, বিজেপিকে চ্যালেঞ্জ হেমন্ত সোরেনের
  2. হেমন্ত সোরেনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট
  3. ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের

ABOUT THE AUTHOR

...view details