পশ্চিমবঙ্গ

west bengal

Elephant enters locality : গজরাজের প্রাতঃভ্রমণে সোনামুখী পৌর এলাকায় চাঞ্চল্য

By

Published : Nov 28, 2021, 11:00 PM IST

রবিবার সাতসকালে সোনামুখী পৌর এলাকায় হঠাৎই গজরাজের আগমণ ((elephant entered into Sonamukhi Municipal area on Sunday Morning) ৷ যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। এদিন সোনামুখী শহরের শ্যামবাজার রুদ্রপাড়া এলাকায় প্রাতঃভ্রমণ সারল একটি হাতি। পাশাপাশি সোনামুখী থানার রাধামোহন পুর পঞ্চায়েতের সমাজপতি পাড়ায় রাতের অন্ধকারে হানা দেয় আরও একটি হাতি। সাধারণ মানুষের আলু ক্ষেতের ক্ষয়ক্ষতি করে হাতিটি । পরে বনদফতরের আধিকারিক হাতিটিকে সোনামুখী জঙ্গলে পাঠিয়ে দেন ।

ABOUT THE AUTHOR

...view details