পশ্চিমবঙ্গ

west bengal

Depression Effect নিম্নচাপের জেরে ফুঁসছে ডুলুং নদী, বন্ধ যাতায়াত

By

Published : Aug 20, 2022, 10:12 PM IST

নিম্নচাপের দরুণ শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রামে। যদিও শনিবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বৃষ্টির কারণে নদীর জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রাম জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জামবনি ব্লকের গিধনী, চিচিড়া, চিল্কিগড় সহ বিভিন্ন এলাকার। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি যাত্রীদের। ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় সারারাত বৃষ্টি হওয়ার পরও ডুলুং নদীর জল সকাল পর্যন্ত তেমন একটা বাড়েনি । কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড (Jharkhand) রাজ্যের জল নদীতে পড়তেই ডুলুং নদীর (Dulung River) জল বেড়ে যায়। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে যাতায়াত।

ABOUT THE AUTHOR

...view details