পশ্চিমবঙ্গ

west bengal

School Reopening: অনলাইন থেকে অফলাইনে ফেরা, খুশি পড়ুয়া-শিক্ষকরা

By

Published : Nov 17, 2021, 9:42 AM IST

Updated : Nov 17, 2021, 10:58 AM IST

করোনা আতঙ্ক দূরে ঠেলে রাজ্যজুড়ে স্কুল চালু করার ঘোষণা করেছিল রাজ্য শিক্ষা দফতর । আর সেই ঘোষণা মতোই মঙ্গলবার হাওড়া জেলাতেও চালু করা হয়েছে স্কুলগুলি । প্রায় 18 মাস পর ঘর ছেড়ে ফের স্কুলের পথে পড়ুয়ারা । সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেশকিছু বেসরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু করা হয়েছে । হাওড়া মহিয়ারী রানিবালা কুণ্ডু চৌধুরী গার্লস স্কুলেও দেখা গেল সেই ছবি ৷ করোনা সংক্রমণ এড়াতে স্কুলে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা করা হয়েছিল । সংক্রমণ ছড়ানো রুখতে একগুচ্ছ নিয়ম জারি করেছে স্কুল শিক্ষা দফতর । সেই নির্দেশিকা মেনেই স্কুলে পড়ুয়াদের দূরত্ববিধি মেনে চলা হবে বলেই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ।
Last Updated :Nov 17, 2021, 10:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details