পশ্চিমবঙ্গ

west bengal

Child Birth at Station: রেল পুলিশের সহায়তায় স্টেশনে সন্তান প্রসব মহিলার

By

Published : Sep 4, 2022, 6:04 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

রেলের মহিলা পুলিশের সহায়তায় স্টেশনে সন্তান প্রসব করলেন মা (Child Birth at Station)৷ রেল সূত্রে খবর, রবিবার মেদিনীপুর স্টেশনের 2 ও 3 নং প্ল্যাটফর্মের সামনে ওই মহিলা অপেক্ষা করছিলেন শালবনিগামী ট্রেনের জন্য ৷ সেই সময়েই পেটে ব্যথা ও অসুস্থ বোধ করেন । সমস্ত ঘটনাটি কর্তব্যরত রেলের মহিলা পুলিশকর্মী সুপ্রিয়া গোরাই ও ডি.রায়ের নজরে আসে ৷ তাঁরা ব্যাপারটি বুঝতে পেরে মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন ৷ এরপর স্টেশনেই এক পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ ঘটনার পর সদ্যোজাত ও মাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details