পশ্চিমবঙ্গ

west bengal

Holi Celebrate by Transgender: বৃহন্নলাদের দোল উৎসব, আয়োজনে মহিলা তৃণমূল

By

Published : Mar 8, 2023, 7:35 PM IST

বৃহন্নলাদের দোল উৎসব

বৃহন্নলাদের দেখলে অনেকেই নাক কুঁচকান। তাঁদের আয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে। তবে তাঁরা যেভাবেই আয় করুক, রায়গঞ্জের বৃহন্নলাদের বেশ কিছু সামাজিক কর্মসূচি রয়েছে। পুজোর সময় অসহায় দুঃস্থ মানুষদের হাসি ফোটাতে কয়েক হাজার মানুষের হাতে নতুন কাপড় তুলে দেন তাঁরা। এছাড়াও সারা বছর অসহায় মানুষদের অর্থ সাহায্য করে থাকেন। আজ হোলি (Holi Celebration 2023)। আর পাঁচটা মানুষের মতো বৃহন্নলারা হোলি খেলায় অংশ নিতে পারেন না। বৃহন্নলাদের মনে এ নিয়ে কষ্ট রয়েছে। সেই কষ্ট লঘু করতে উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালী সাহা রায় তাঁদের নিয়ে হোলি উৎসবে মাতলেন। মহিলাকর্মীরা বৃহন্নলাদের রং দিয়ে রাঙিয়ে দেবার পাশাপাশি নাচ-গানে মেতে ওঠেন। একথায় এ এক অন্য অনুভূতি। মহিলা তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা তাঁদের হোলি উৎসবে মেতে ওঠায়, আর পাঁচটা দিনের থেকে আজ একটু অন্যরকম দিন কাটালেন বৃহন্নলারা ৷ 

ABOUT THE AUTHOR

...view details