পশ্চিমবঙ্গ

west bengal

Mass Beating in Raiganj : চোর সন্দেহে যুবককে গণপিটুনি

By

Published : Jan 9, 2022, 10:32 PM IST

Updated : Jan 10, 2022, 8:13 AM IST

চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত হলেন এক যুবক (Mass Beating in Raiganj) ৷ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। পরে এই যুবককে হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷

Mob Lynching In Raiganj
চোর সন্দেহে এক যুবককে ব্যাপক গণপিটুনি

রায়গঞ্জ, 9 জানুয়ারি: চোর সন্দেহে প্রহৃত হলেন এক যুবক (Mass Beating in Raiganj)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে গুরুতর আহত যুবককে উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভাষগঞ্জ এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা চলছিল। গতকাল রাতেও মনোজ সাহার বাড়িতে চুরি হয়। চুরি করা সামগ্রী পাশের জঙ্গলে রেখে যায় চোর ৷ আজ সকালে সেই চুরির মাল নিতে এলে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এলাকার উত্তেজিত বাসিন্দারাই শুরু করে গণপিটুনি। ঘটনায় আহত হন এই যুবক ৷

চোর সন্দেহে এক যুবককে ব্যাপক গণপিটুনি

আরও পড়ুন: ইতিহাসের সাক্ষী করণদিঘির নীলকুঠি, সংরক্ষণের দাবি স্থানীয়দের

ওই যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত যুবককে উদ্ধার করা নিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় স্থানীয় উত্তেজিত বাসিন্দাদের। বলরাম চক্রবর্তী নামে এক বাসিন্দা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই সুভাষগঞ্জ এলাকায় চুরির ঘটনা ঘটছিল। গতকালও একটি বাড়িতে চুরি হয়। ওই যুবক চুরির মালপত্র আজ সকালে নিতে এলে ধরা পরে যায়। তাকে আটকে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ৷

Last Updated :Jan 10, 2022, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details