পশ্চিমবঙ্গ

west bengal

Terracotta Lamp: দীপাবলির বাজারে টেরাকোটার আদলে তৈরি প্রদীপের চাহিদা বাড়ছে

By

Published : Oct 23, 2022, 2:11 PM IST

চিনা টুনির বাজারেও রয়েছে মাটির প্রদীপের চাহিদা (Clay Lamps) ৷ কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামে এখন টেরাকোটা আদলে নানা ধরনের প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা ৷ আলাদিনের চিরাগ আদলের প্রদীপ, নারকেল প্রদীপ, ম্যাজিক প্রদীপ, গণেশ প্রদীপ-সহ বিভিন্ন প্রদীপ তৈরি করেন তাঁরা ৷

Potters busy making different types of lamps in terracotta style
Potters busy making different types of lamps in terracotta style

রায়গঞ্জ, 23 অক্টোবর: আলোর উৎসব দীপাবলি (Diwali 2022) ৷ সেই উপলক্ষ্যে নানাধরনের নকশার মাটির প্রদীপ গড়ার কাজ চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়া গ্রামে । এখানকার মৃৎশিল্পীরা মূলত টেরাকোটার আদলে নানা ধরনের প্রদীপ তৈরি করেন ।

দীপাবলির উৎসবে গৃহস্থ বাড়িতে আলো জ্বালানোর জন্য ব্যবহার হয় মাটির প্রদীপ (Clay Lamps) । পাশাপাশি অনেকেই গৃহসজ্জায় ব্যবহার করে টেরাকোটা আদলে গড়া মাটির প্রদীপ । কয়েকবছর আগে লাদাখ সীমান্তে চিনা হানায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছিল । এর জেরে শুরু হয়েছিল চিনা পণ্য বয়কট । তার জেরে ভারতের বাজারে অনেকটাই কমেছে চিনা টুনির দাপট । রঙবেরঙের চিনা টুনি লাইট অত্যন্ত সহজলভ্য হওয়ায় ফলে ভারতীয় বাজারে এর ব্যাপক চাহিদা ছিল ।

চিনা টুনির বাজারেও রয়েছে মাটির প্রদীপের চাহিদা

এতদিন দীপাবলি উৎসবে বাড়ির আলোকসজ্জায় চিনা টুনির ব্যবহার দিনে দিনে যত বেড়েছিল, পাল্লা দিয়ে ততই মাটির প্রদীপের ব্যবহার কমেছিল । চাহিদা কমায় মাটির প্রদীপ তৈরির পেশায় যুক্ত মৃৎশিল্পীদের কর্মসংস্থানে এর দারুণ প্রভাব পড়েছিল । আর চিনা টুনির দাপট কমতেই মুখে হাসি চওড়া হয়েছে মৃৎশিল্পী মহলের ।

টেরাকোটা আদলে নানা ধরনের প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আরও পড়ুন:হোগলা পাতা দিয়ে কাল্পনিক মন্দিরের আদলে রায়গঞ্জের মুনলাইট ক্লাবের কালীপুজো মণ্ডপ

কুনোরের হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা সাবেকী প্রদীপ বানানোর পাশাপাশি এবারেও নিত্যনতুন ডিজাইনে টেরাকোটা আদলে প্রদীপ তৈরি করছেন । দীপাবলি উৎসবের দিন এগিয়ে আসতেই মাটির প্রদীপ গড়ার কাজে যুক্ত হাটপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে । সুজজ্জিত প্রদীপের ঝাড় এবং পঞ্চ প্রদীপ, আলাদিনের চিরাগ আদলের প্রদীপ, নারকেল প্রদীপ, ম্যাজিক প্রদীপ, গণেশ প্রদীপ-সহ আরও নানা ধরনের প্রদীপ তৈরি করেন হাটপাড়ার মৃৎশিল্পীরা ।

ABOUT THE AUTHOR

...view details