পশ্চিমবঙ্গ

west bengal

Left Leader's Son Attacked: চোপড়ায় অব্যাহত রাজনৈতিক হিংসা ! ধারালো অস্ত্রের কোপ বাম নেতার ছেলেকে

By

Published : Jul 28, 2023, 5:09 PM IST

Updated : Jul 28, 2023, 5:41 PM IST

Left Leader's Son Attacked in Chopra: চোপড়ায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হল বাম নেতার ছেলের উপর ৷ তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ৷

Left Leader's Son Attacked
Left Leader's Son Attacked

ধারালো অস্ত্রের কোপ বাম নেতার ছেলেকে

রায়গঞ্জ, 28 জুলাই: ইসলামপুরে ছুরিকাহত হয়ে অসীম সাহার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এ বার চোপড়ায় বাম নেতার ছেলেকে ধারালো অস্ত্রের কোপ । ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেই যুবক । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম রবিউল হাবিব (32)। তাঁর পিতা মকলেশ্বর রহমান এলাকার প্রভাবশালী বাম নেতা । বৃহস্পতিবার রাতে স্থানীয় দলুয়া এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন রবিউল । গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে আখতার আলি নামে এক ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ । গুরুতর আহত অবস্থায় রবিউলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁর অবস্থা আশংকাজনক । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরের বেশকিছু জায়গায় ক্ষত রয়েছে ।

এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক হিংসা রয়েছে বলে অনুমান করছেন স্থানীয় বাম নেতৃত্ব । তাঁদের অনুমান শাসক দল তৃণমূলের মদতেই ঘটনাটি ঘটেছে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । আহত রবিউলের বাবা মকলেশ্বর রহমান বলেন, "আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ দেখি ছেলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে । আমি কোনওদিকে না দেখে গাড়ি করে ছেলেকে নিয়ে সোজা ইসলামপুর মহকুমা হাসপাতালে আসি । ওর শরীরের বেশকিছু জায়গায় ক্ষত রয়েছে । কী কারণে ওর উপরে হামলা হল, তা এখনই বুঝতে পারছি না ।"

আরও পড়ুন:ইসলামপুর ছেড়ে গেলে ফের অনুগামীদের উপর হামলার শংকা, একুশের মঞ্চে থাকছেন না করিম চৌধুরি

অপরদিকে, সিপিআইএমের জেলা কমিটির সদস্য বিকাশ দাস বলেন, "আমরা খবর পাই যে, আমাদেরই সদস্য মকলেশ্বর রহমানের ছেলেকে কেউ বা কারা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালিয়েছে । আমরা তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে আসি । ওর অবস্থা আশঙ্কাজনক রয়েছে । চা গাছ কাটার যে 'হাঁসুয়া' রয়েছে সেই অস্ত্র দিয়েই তাঁর উপরে আক্রমণ করা হয়েছে । এর পেছনে রাজনৈতিক কোনও ষড়যন্ত্র রয়েছে বলেই আমাদের অনুমান ।"

অপরদিকে, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় । অভিযুক্ত যাতে দ্রুত গ্রেফতার হয় এবং আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা পুলিশকে জানিয়েছি ।"

Last Updated :Jul 28, 2023, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details