ETV Bharat / state

Karim Chowdhury Says No: ইসলামপুর ছেড়ে গেলে ফের অনুগামীদের উপর হামলার শংকা, একুশের মঞ্চে থাকছেন না করিম চৌধুরি

author img

By

Published : Jul 20, 2023, 2:33 PM IST

Updated : Jul 20, 2023, 3:29 PM IST

একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে থাকছেন না ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরি । কারণ তিনি কলকাতায় গেলে তাঁর অনুগামীদের উপর নতুন করে হামলা হবে বলে আশংকা করছেন তিনি ৷

Karim Chowdhury Says No
Karim Chowdhury Says No

একুশের মঞ্চে থাকছেন না করিম চৌধুরি

রায়গঞ্জ, 20 জুলাই: 21 জুলাই তৃণমূলের শহিদ দিবস পালনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন না ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরি । তিনি ইসলামপুর ছেড়ে গেলে তাঁর অনুগামীদের উপর নতুন করে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি তাঁর । অনুগামীদের রক্ষা করতেই তিনি একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিলেন আবদুল করিম চৌধুরি ।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিন থেকে 21 জুলাই শহীদ দিবস হিসেবে পালন করছেন, প্রতিবারই সেই সভায় হাজির থেকেছেন আবদুল করিম চৌধুরি । এই প্রথমবার তিনি শহীদ দিবসের সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । তাঁর মন খুবই ভারাক্রান্ত । করিম সাহেব বলেন, 21 জুলাই শহীদ দিবসের সভায় তিনি যাবেন, এই আশংকা করে তাঁর অনুগামীরা বাড়িতে এসে কান্নাকাটি করছেন । কারণ বিধায়ক ইসলামপুরে না থাকলে তাঁদের উপর আরও অত্যাচার করা হবে বলে আশংকা করছেন তাঁর অনুগামীরা ।

আরও পড়ুন: শাসকদলকে বেইমান বলে কটাক্ষ ইসলামপুরের বিধায়কের

ভোট পরবর্তী হিংসায় তাঁর অনুগামীদের উপর চরম অত্যাচার নেমে এসেছে বলে অভিযোগ ইসলামপুরের বিধায়কের । তাঁর দাবি, কারও যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে । কারওকে মারধর করে বাড়িঘরের জিনিসপত্র নষ্ট করে দেওয়া হয়েছে । অনুগামীদের পরিস্থিতির কথা বিচার করেই তিনি শহীদ দিবসের সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন ।

করিম চৌধুরী আরও বলেন, "আমি এখন তৃণমূলের অজানা লোক । মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে, করিমদা আপনি ইসলামপুরের, আর ইসলামপুরটা আপনারই । এখন মমতা দলটা অন্য কারওকে দিয়ে চালাচ্ছেন । তাই দলে আমার কদর ও ওজন কিছুই নেই । এক সময় মমতা বলেছিলেন, করিমদা আপনি সম্মানীয় ব্যক্তি । আপনি দলে এলে দলের সম্মান বাড়বে, ওজন বাড়বে । আজ এমন অবস্থা করে দিয়েছে যে, করিম চৌধুরীর নিজেরই কোনও ওজন নেই ।"

অন্য দলে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "আমি তৃণমূলের বিদ্রোহী এমএলএ, এরপরে ওরা আমাকে বহিষ্কৃত করবে । আমি বহিষ্কৃত এমএলএ থাকব, অন্য দলে যাব না । কারণ এই তৃণমূল দলটা তৈরির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমিও ছিলাম । উত্তরবঙ্গে আমিই প্রথম বিধায়ক হই তৃণমূলের । করিম চৌধুরী । আজকে না, ফ্রম লাস্ট 55 ইয়ার্স । এর আগে আমার দাদা 20 বছর, তার আগে আমার বাবা 40 বছর, তারও আগে আমার দাদু 56 বছর । 180 বছর ধরে আমি ইসলামপুরকে টেনে চলছি । ছেড়ে দেব ? তাও এই সমস্ত ব্যক্তির জন্য ? কখনওই না ।"

Last Updated : Jul 20, 2023, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.