পশ্চিমবঙ্গ

west bengal

Islampur : ইসলামপুরের 65তম জন্মদিনে জেলার দাবি তৃণমূল বিধায়কের

By

Published : Nov 3, 2021, 5:05 PM IST

Updated : Nov 3, 2021, 5:29 PM IST

মানুষের জন্মদিন পালিত হলে, কোনও ঐতিহ্যপূর্ণ জায়গার জন্মদিনই বা বাদ যায় কী করে ? তেমনই করে দেখালেন ইসলামপুরের বিশিষ্টজনরা ৷

প্রদীপ জ্বালিয়ে সূচনা হচ্ছে অনুষ্ঠানের
প্রদীপ জ্বালিয়ে সূচনা হচ্ছে অনুষ্ঠানের

ইসলামপুর, 3 নভেম্বর : "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি ইসলামপুরকে জেলা ঘোষণা করুন", ইসলামপুরের 65তম জন্মদিনের শুভ মুহূর্তে এই দাবি জানালেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন গ্রন্থাগারমন্ত্রী আবদুল করিম চৌধুরী । গতকাল ইসলামপুরের বিবেকানন্দ সভাগৃহের সামনে 65 টি প্রদীপ জ্বালিয়ে ইসলামপুরের জন্মদিন পালন করেন আবদুল করিম চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মহকুমাশাসক সপ্তর্ষি নাগ-সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা ।

এদিন ইসলামপুরের ইতিহাস সম্পর্কে প্রাক্তন গ্রন্থাগারমন্ত্রী জানান, 65 বছর আগে প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পাঁচটা থানা নিয়ে ইসলামপুরকে বিহার থেকে আলাদা করে মহকুমা শহর বানিয়েছিলেন । তিনি বলেন, "এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশি হওয়া উচিত যে, এই মহকুমার পাঁচটি বিধানসভার মানুষ 5 জন বিধায়ক দিয়েছেন, যাঁরা আপনার সরকারে আছেন । সেজন্য মুখ্যমন্ত্রীর কাছে ইসলামপুরকে জেলা করার দাবি রাখছি ।" আবদুল করিম চৌধুরী বলেন, "ইসলামপুরকে জেলা ঘোষণার দাবিতে আমরা এই পাঁচটি থানার মানুষ, বিধায়করা মিলে মহকুমাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেব ।"

আরও পড়ুন : North Dinajpur Kali Puja : হাটপাড়ার টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার থেকে ব্রিটেনে

এই জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের শিক্ষারত্ন পার্থ সেন, সাহিত্যিক নিশিকান্ত সিনহা-সহ ইসলামপুর শহরের আপামর সংস্কৃতি প্রেমী মানুষেরা ৷ সবমিলিয়ে এক অবর্ণনীয় আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ইসলামপুরের 65তম জন্মদিন।

ইসলামপুরের 65তম জন্মদিন পালন অনুষ্ঠান

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, "নিজের জন্মদিনেই তো আনন্দ লাগে, ইসলামপুরের জন্মদিনে তো আনন্দ হবেই ৷" মহকুমাশাসক সপ্তর্ষি নাগ বলেন, "এটা গৌরবের জায়গা ৷ বহু গুণী কৃতী মানুষ এখানে জন্মগ্রহণ করেছেন ৷ খুব কম সময়ের মধ্যে ছোট্ট আয়োজন করেছি ৷" তিনি জানান, এই আয়োজনে ইসলামপুরের ইতিহাস সম্পর্কে অনেক কথা জানা যাবে ৷ আয়োজন প্রসঙ্গে সপ্তর্ষি বলেন, "আমাদের অনুরোধে বহু ব্যক্তিত্বরা আছেন, যাঁরা একডাকে সাড়া দিয়ে এখানে চলে এসেছেন ৷ সেটা আমাকে খুব স্পর্শ করেছে ৷" তিনি বলেন, এটাই ইসলামপুরের শিক্ষা, সংস্কৃতি ৷

Last Updated :Nov 3, 2021, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details