পশ্চিমবঙ্গ

west bengal

করোনা বিধিনিষেধে কর্মহীন পরিবহণ কর্মীদের পাশে আইএনটিটিইউসি

By

Published : Jun 10, 2021, 3:04 PM IST

INTTUC help transport worker who unemplyed due to covid restriction in north dinajpur

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের সাহায্য করতে এগিয়ে এল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC) ৷ আজ প্রায় তিনশো কর্মীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে ৷

রায়গঞ্জ, 10 জুন : করোনা আবহে রাজ্য সরকারের ঘোষিত বিধিনিষেধের জেরে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত যাত্রী পরিবহণ ব্যবস্থা । কর্মহীন হয়ে পড়েছেন কয়েকশো পরিবহণ কর্মী । এই কঠিন সময়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের যাত্রী পরিবহণের সঙ্গে জড়িত কর্মীদের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে গেল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC) ।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ডে প্রায় 300 জন কর্মীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে ৷ এদিনের এই খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য অসীম ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সজল সাহা সহ জেলার শীর্ষ নেতৃত্বরা ।

আরও পড়ুন : করোনা সচেতনতায় প্রচারে রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়

করোনা আবহে কর্মহীন হয়ে পড়া যাত্রীবাহী যানবাহনের কর্মীরা এই খাদ্যসামগ্রী হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি । তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র (INTTUC) কালিয়াগঞ্জ কমিটির সভাপতি সজল সাহা জানিয়েছেন, দুঃস্থ পরিবহণ শ্রমিক যাঁরা এই লকডাউনে কর্মহীন অবস্থায় অতি কষ্টে জীবনযাপন করছেন, তাঁদের সাহায্য করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details