পশ্চিমবঙ্গ

west bengal

Chiranjeet on Jyotipriya issue: 'যাদের ধরছে তাদের থেকে নিশ্চয় কিছু পাচ্ছে', জ্যোতিপ্রিয় কাণ্ডে ভিন্ন সুর চিরঞ্জিতের গলায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 11:08 PM IST

অন‍্যরা হয়তো পরিষ্কার নয় ! তবে নিজেকে ফের একবার পরিষ্কার বলে দাবি করলেন চিরঞ্জিত চক্রবর্তী ৷ এর আগেও নিজের বিধানসভা এলাকার এক অনুষ্ঠানে এসে ইডি-সিবিআইয়ের প্রসঙ্গে বলতে গিয়ে নিজের সততার পরিচয় দিয়েছিলেন তৃণমূলের এই তারকা বিধায়ক।

Etv Bharat
Etv Bharat

জ্যোতিপ্রিয় কাণ্ডে ভিন্ন সুর চিরঞ্জিতের গলায়

বারাসত, 26 অক্টোবর:রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের ভিন্ন সুর শোনা গেল তাঁর দলেরই বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর গলাতে। চিরঞ্জিত বলেন, "অন‍্যরা হয়তো পরিষ্কার নয় ! অপরিচ্ছন্ন থাকলেও থাকতে পারে। তবে এটুকু বলতে পারি আমি একজন পরিষ্কার-পরিচ্ছন্ন, সাদা মানুষ। এমন কোনও কাজ করিনি যে, ইডি-সিবিআই ধরবে। আয়কর দফতরও ধরতে পারবে বলে মনে হয় না। কারণ আমার সবকিছুই পরিষ্কার রয়েছে ৷"

বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুজো কার্নিভালে যোগ দিতে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।চাঁপাডালি মোড়ে আয়োজিত পুজো কার্নিভালের মঞ্চ থেকে এদিন বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মনোরম অনুষ্ঠান উপভোগ করেন তিনি। চিরঞ্জিত ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ‍্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। অনুষ্ঠানের ফাঁকে প্রাক্তন খাদ‍্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি-র ম‍্যারাথন তল্লাশি অভিযান নিয়ে প্রশ্ন করা হয় তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে ৷ আর সেই প্রশ্নের উত্তরে দলেরই সতীর্থ জ্যোতিপ্রিয়র নাম না-করে তিনি বলেন, "দাগ আছে হয়তো দু-চারটে। তেমন উল্লেখযোগ্য নয়। ঝাপসা। আমি আমার বিষয়ে বলতে পারি, সম্পূর্ণ সাদা। কোনও দাগ পাবে না ৷"

তাহলে কি অন‍্যদের ক্ষেত্রে দাগ আছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতা? এর উত্তরে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, "দাগ তো থাকতেই পারে। একটা মানুষ পুরোপুরি সাদা হয় না। তাঁর (জ্যোতিপ্রিয় মল্লিক) কিছু আছে হয়তো ! আমার নেই। জ্ঞানত অবস্থায় আমি আমারটা সাদা কাগজই দেখছি। অন্য কেউ দেখছে না, মনে হয় আমার। সেই কারণে আমার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে না ৷"

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র মতো চোরকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর উদয় হয়েছে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

প্রসঙ্গত, এর আগেও নিজের বিধানসভা এলাকার এক অনুষ্ঠানে এসে ইডি-সিবিআইয়ের প্রসঙ্গে বলতে গিয়ে নিজের সততার পরিচয় দিয়েছিলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তা নিয়ে এদিন ফের তাঁকে প্রশ্ন করা হলে চিরঞ্জিত বলেন, "এ নিয়ে অন‍্যদের বিষয়ে আমি বলতে পারব না। দাগ থাকতে পারে। তবে, আমার ক্ষেত্রে কম। দাগ দেখতে পাই না ৷" এরপরই চিরঞ্জিত বলেন, "যাদের ধরছে তাদের কাছ থেকে নিশ্চয় কিছু না কিছু পাচ্ছে। সেটা দেখা যাবে উল্লেখযোগ্য কিছু নয় ৷"

ABOUT THE AUTHOR

...view details