ETV Bharat / state

Suvendu Adhikari: জ্যোতিপ্রিয়র মতো চোরকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর উদয় হয়েছে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 6:36 PM IST

Updated : Oct 26, 2023, 7:03 PM IST

Suvendu Adhikari Slams Mamata Banerjee: জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, জ্যোতিপ্রিয়র মতো চোরকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর উদয় হয়েছে ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

রানাঘাট, 26 অক্টোবর: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির অভিযান নিয়ে বিজেপির সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা নিয়ে পালটা মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কটাক্ষ, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো চোরকে বাঁচাতে সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক বাড়ি, তাঁর আপ্ত সহায়কের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ এ দিন দুপুরে কালীঘাটের বাড়িতে করা সাংবাদিক বৈঠক থেকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি রাজ্যের মন্ত্রীদের হেনস্তা করছে বলেও অভিযোগ করেছেন মমতা ৷

এ দিন বিকেলে নদিয়ার রানাঘাট থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগের পালটা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, ‘‘2012 সাল থেকেই খাদ্য দফতরে ব্যাপক দুর্নীতি চলছে । নদিয়া, উত্তর 24 পরগনায় এমন কোনও রাইস মিল নেই, যেখানে দুর্নীতি হয়নি । আর এর পিছনে অনেক বড় বড় দুর্নীতিবাজ রয়েছে । অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো চোরকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নিজেই উদয় হয়েছেন । উনি ইডির বিরুদ্ধে বড় বড় কথা বলছেন । আইন আদালত খোলা রয়েছে প্রয়োজনে আদালতে যান মমতা বন্দ্যোপাধ্যায় ।’’

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‘নোটবন্দির সময় জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর অ্য়াকাউন্ট থেকে চার কোটি টাকা পাল্টানো হয় । এগুলো কার টাকা মুখ্যমন্ত্রী কি জানতেন না ? এইসব বিষয় নিয়ে ইডি এবং সিবিআইকে আরও আগে থেকেই তদন্ত নেওয়া উচিত ছিল ।’’

আরও পড়ুন: বালু মারা গেলে বিজেপি-ইডির বিরুদ্ধে এফআইআর করব, হুঁশিয়ারি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

এ দিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বিজেপিকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন । সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজেই একজন মিথ্যাবাদী । গোটা দেশের এমন কোনও জনপ্রতিনিধি নেই যাঁকে কোনও আদালত জরিমানা করেছে । সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি চেক লিখে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে জমা করেছেন । এর থেকেই বোঝা যায় তিনি কী ধরনের জনপ্রতিনিধি ।’’

উল্লেখ্য, বুধবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ ওঠে । এই ঘটনায় বুধবার রাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয় বিজেপি কর্মীদের । বৃহস্পতিবার বিজেপির কর্মী-সমর্থকরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন । এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন নদীয়া রানাঘাটে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানান তিনি ।

বিরোধী দলনেতা বলেন, ‘‘এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে । পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলাটাকে লঘু করার চেষ্টা করছে । আমরা প্রয়োজনে তাঁর পরিবারকে নিয়ে আইন আদালতের দ্বারস্থ হব ।’’

আরও পড়ুন: বিজেপি কর্মী খুনের ঘটনায় ধুন্ধমার পরিস্থিতি শান্তিপুরে, তীব্র প্রতিবাদ শুভেন্দুর

Last Updated :Oct 26, 2023, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.