পশ্চিমবঙ্গ

west bengal

Tapas Chatterjee slams CPM: উদয়নের পর তাপস, 'বাম আমলে নিয়োগ দুর্নীতি' নিয়ে ফাটালেন 'বোমা' !

By

Published : Mar 30, 2023, 6:56 PM IST

'বাম আমলের নিয়োগ দুর্নীতি' নিয়ে এবার তোপ দাগলেন তাপস চট্টোপাধ্যায় ৷ ছেড়ে আসা পুরনো দল সম্পর্কে কী বললেন তিনি ?

Tapas Chatterjee slams CPM for Recruitment Scam during Left Front Government
ফাইল ছবি

তাপসের তোপ

মধ্যমগ্রাম, 30 মার্চ:"বাম আমলে পার্টির (তৎকালীন শাসকশিবির) সুপারিশে অনেকেই চাকরি পেয়েছেন ৷ আমি নিজে সেই সময় তার সাক্ষী ছিলাম !" উদয়ন গুহর পর এবার 'বাম আমলের নিয়োগ দুর্নীতি' নিয়ে 'বোমা ফাটালেন' প্রাক্তন সিপিএম নেতা তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ৷ বৃহস্পতিবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দলের জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজারহাট-নিউ টাউনের এই বিধায়ক ৷ সঙ্গে ছিলেন বারাসত সংসদীয় জেলার তৃণমূল সভানেত্রী ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো আরও অনেকে ৷ তাঁদের সকলের সামনেই 'বাম আমলের নিয়োগ দুর্নীতি' নিয়ে সরব হন তাপস ৷

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তাপস বলেন, "বাম আমলে কীভাবে চাকরি হয়েছে, তা আমার থেকে ভালো কেউ আর জানে না ৷ তৎকালীন সিপিএম পার্টি সিদ্ধান্ত করে যে তালিকা পাঠাত, সেই সুপারিশ মেনে নিতে বাধ্য হত স্কুল পরিচালন সমিতিগুলি ৷ এইভাবে কয়েক হাজার লোককে চাকরি দিয়েছেন সিপিএম নেতারা ! এই অনৈতিক কাজে আমাকেও শরিক হতে হয়েছে ! যেহেতু পার্টির সিদ্ধান্ত ছিল, তাই এ নিয়ে তখন আর কিছু বলতে পারিনি ৷ এখন বলতে বাধ্য হচ্ছি ৷ সিপিএম তুমি আজ সাধু হয়েছে ৷ আর আমরা সবাই চোর ৷ সিপিএম নেতাদের এমন একটা হাবভাব যেন তাঁদের সময় কেউ এভাবে চাকরি পাননি !" তাপসের আরও অভিযোগ, বাম আমলে 'নিজেদের লোকেদের' চাকরি পাইয়ে দিতে যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে 'শূন্য' পর্যন্ত করে দেওয়ার ব্যবস্থা করতেন শাসকশিবিরের নেতারা !

এরপরই কার্যত হুঁশিয়ারির সুর শোনা যায় তাপসের গলায় ৷ সেই হুঁশিয়ারির নিশানা ছিল তাঁর পুরনো দল সিপিএম ৷ তাপস বলেন, "আমি মুখ খুললে সিপিএমেরই সমস্যা হবে ৷ অনেক কিছুই জানি ৷ শুধু চিরকুটে কেন, অনেক ক্ষেত্রে পার্টির সুপারিশেও চাকরি হয়েছে ৷ আমি কাউকে সুপারিশ না-করলেও তখন বিষয়টি সাধারণ হিসাবেই ধরে নিয়েছিলাম ৷ এ নিয়ে কখনও সেভাবে ভাবেনি ৷ আমার বিধানসভা এলাকা রাজারহাট-নিউটাউনে কারা কারা চাকরি পেয়েছেন, তাঁদের নাম ধরে বলে দিতে পারি ! কিন্তু আমি বলতে চাই না ৷ তবে মুখ‍্যমন্ত্রী যদি কখনও জানতে চান, তাঁকে সব জানাব ৷"

প্রসঙ্গত, বাম আমলে রাজারহাট অঞ্চলে সিপিএমের পরিচিত মুখ ছিলেন তাপস চট্টোপাধ্যায় ৷ সেখানে যথেষ্ট প্রভাব ছিল তাঁর ৷ একদা সিপিএমের জেলা কমিটির সদস্য তাপস চট্টোপাধ্যায় রাজারহাট-গোপালপুর পৌরসভার চেয়ারম্যান পদ সামলেছেন টানা 15 বছর ৷ তার আগে পাঁচবছর স্থানীয় পঞ্চায়েত প্রধানের দায়িত্বও ছিল তাঁর কাঁধে ৷ 1977 সাল থেকে সিপিএম করেছেন তিনি ৷ শিবির বদল করেন 2015 সালে ৷

আরও পড়ুন:'শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিণ্ডি চটকেছেন', সেলিমকে আক্রমণ উদয়নের

এদিকে, তাপসের এই মন্তব্য সামনে আসতেই পালটা তাঁকে নিশানা করেছেন সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী ৷ তাঁর কথায়, "উদয়ন গুহ কিংবা তাপস চট্টোপাধ্যায়ের মতো লোকেরা আসলে কুলাঙ্গার ! তৃণমূলের এত দৈন‍্যদশা যে দলত‍্যাগী, বিশ্বাসঘাতক তাপস চট্টোপাধ্যায়, উদয়ন গুহর মতো লোকেদের নামাতে হচ্ছে নিজেদের দুর্নীতি ঢাকতে ! আমাদের একটাই কথা, বাম আমলের নিয়োগ নিয়ে যদি এত অভিযোগ থাকে, তাহলে তৃণমূল আদালতে যাচ্ছে না কেন ? কেন দোষীদের শাস্তি দিচ্ছে না ? সরকারে তো ওরাই রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details