ETV Bharat / state

Udayan Attacks Salim: 'শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিণ্ডি চটকেছেন', সেলিমকে আক্রমণ উদয়নের

author img

By

Published : Mar 28, 2023, 8:44 PM IST

Updated : Mar 28, 2023, 9:02 PM IST

বাম আমলে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে এবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আক্রমণ করলেন তৃণমূল নেতা উদয়ন গুহ (Udayan Guha attacks MD Salim) ৷

Etv Bharat
উদয়ন গুহ

উদয়ন গুহ

কোচবিহার, 28 মার্চ: বাম আমলে নিয়োগে সিপিএম নেতারা যে দুর্নীতি করেছেন তা একে একে প্রকাশ করবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ৷ সেই মতো মঙ্গলবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি ৷ এদিন তাঁর আক্রমণের নিশানায় ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Udayan Guha facebook post) ৷

ফেসবুক পোস্টে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ লেখেন, "আজ সেলিমের জন্য, এরা সবাই তৃতীয় বিভাগে পাশ করেও প্রাথমিক শিক্ষকের চাকরি করেছেন । বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী । পর পর আরও আসবে । সেলিম, আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিণ্ডি চটকিয়েছেন ।"

পরে এই পোস্ট প্রসঙ্গে বলতে গিয়ে উদয়ন গুহ বলেন, "এটা স্যাম্পেল । গোডাউন খুললে আরো বেরবে ।" জানা গিয়েছে, উদয়ন গুহ যাঁদের নাম সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা একসময় দিনহাটায় সিপিএমের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-নেত্রী । তবে বর্তমানে তাঁরা চাকরি থেকে অবসর নিয়েছেন । দিনদুয়েক আগেই সংবাদমাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করেন, "বাম আমলে চাকরি নিয়ে যে ভাগাভাগি হত তার সঙ্গে বাবাও (কমল গুহ) যুক্ত ছিলেন। তিনি দিনহাটা, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন এলাকার যুবকদের চাকরি দিয়েছেন । যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া যদি দুর্নীতি হয়, তাহলে বাবা কমল গুহও দুর্নীতির সাঙ্গে জড়িত ।"

আরও পড়ুন: বিশ্বকবির শিক্ষা ভাবনার সঙ্গে মিল রয়েছে কেন্দ্রীয় শিক্ষানীতির, মত রাষ্ট্রপতির

উদয়ন গুহের এই মন্তব্যের জেরে হইচই পড়ে গিয়েছে রাজ্যজুড়ে । বিরোধীরা যেমন তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন, তেমনই উদয়ন গুহর গড় দিনহাটাতেও সমালোচনার ঝড় উঠেছে । উদয়ন গুহর এই সোশাল মিডিয়া পোস্টের প্রেক্ষিতে সিপিএম নেতা মহম্মদ সেলিম তাঁকে পালটা কটাক্ষ করে বলেছিলেন "উদয়ন গুহ বাবার পিণ্ডি চটকিয়েছেন।" এদিন সেই প্রসঙ্গ তুলেই পোস্ট করলেন উদয়ন গুহ ৷

Last Updated : Mar 28, 2023, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.